ভক্তদের কারণে নিজের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি সালমান!
Connect with us

বিনোদন

ভক্তদের কারণে নিজের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি সালমান!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সালমান খান মানেই দর্শকের মনে উত্তেজানা। আর ভারতে সুপারস্টারদের সঙ্গে ড্যামি-গডের মতো আচরণ করা হয়। সাম্প্রতিক এক আড্ডায় সেলিব্রিটিদের স্টারডম সম্পর্কে কথা বলার সময়, প্রযোজক বনি কাপুর সালমান খান অভিনীত ‘ওয়ান্টেড’ সিনেমার প্রচারের সময় তিনি যে উন্মাদনা দেখেছিলেন তার স্মৃতিচারনা করছেন।

বনি কাপুর তাঁদের নিজ নিজ যুগে রাজেশ খান্না, এবং অমিতাভ বচ্চনের সঙ্গ সালমানের ফ্যান ফলোয়িংয়ের তুলনা করেছেন। বনি ওয়ান্টেডের প্রচারের সময় একটি ঘটনার কথা বলতে গিয়ে জানিয়েছেন, সিনেনা হলের সামনে এতটাই ভিড় হয়েছিল যে তাঁরা সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। পিঙ্কভিলার সঙ্গে এক আলাপচারিতার সময় বনি বলেছিলেন, ‘আমরা ফুটবল স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলাম। আমরা অনুষ্ঠানস্থলে পৌঁছে যাই। কিন্তু পুলিশ আমাদের চলে যাওয়ার অনুরোধ করেছিল। কারণ স্টেডিয়াম হাউজফুল হয়ে গিয়েছিল।

কিন্তু বাইরেরও লোক ছিল দশগুণ বেশি। তাই অনুষ্ঠান না করেই আমাদের চলে যেতে বাধ্য করা হয়েছিল। সালমানের এমন অনুগত কোটি কোটি ভক্ত রয়েছে।’ বনি কাপুর, যিনি ২০০৫ সালে সালমান খান অভিনীত নো এন্ট্রি চলচ্চিত্রে ব্যাকরোল করেছেন, অজিথ কুমারের নেতৃত্বে তাঁর তামিল প্রজেক্ট ভ্যালিমাই-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন৷ কোভিডের তৃতীয় ঢেউয়ের কারণে স্থগিত করা হয়েছিল। তবে অ্যাকশন অভিনেতাদের এই ছবি আগামী ২৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে৷ এইচ বিনোদ পরিচালিত এই ছবিতে রয়েছেন হুমা কুরেশি, কার্তিকেয়া গুম্মাকোন্ডা, বানি, সুমিত্রা, অচ্যুন্ত কুমার, যোগী বাবু, রাজ আয়াপ্পা এবং পুগাজ।

Advertisement
Continue Reading
Advertisement