রঞ্জি অভিষেকেই সেঞ্চুরি করে শচীন, পন্থকে ছুঁলেন যশ ধুল
Connect with us

খেলা-ধূলা

রঞ্জি অভিষেকেই সেঞ্চুরি করে শচীন, পন্থকে ছুঁলেন যশ ধুল

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কয়েকদিন আগেই অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে শতরান করে দলকে ফাইনালে তুলেছিলেন। এরপর ফাইনালে জিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। এর পরেই যশ ধুলের রঞ্জি ট্রফিতে খেলার দরজা খুলে যায়।

আর রঞ্জি ট্রফি খেলতে নেমেই নজর কাড়লেন যশ। বৃহস্পতিবার গুয়াহাটিতে রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচে খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকালেন এই রাইজিং স্টার। দিল্লির হয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে জীবনের প্রথম রঞ্জি ট্রফি খেলতে নেমে ১৮ টি চারের সাহায্যে ১৫০ বলে ১১৩ রানের মূল্যবান ইনিংস খেলে আউট হন যশ। সেঞ্চুরি করে রেকর্ড বুকে নিজের নাম তুলে নেন। এর আগে শচীন তেন্ডুলকর এবং পৃথ্বী শাহ জীবনের প্রথম রঞ্জি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন।

বৃহস্পতিবার, দিল্লির হয়ে ইনিংসে ওপেন করতে নামেন যশ। প্রথমে একটু থিতু হয়ে নিয়ে নিজের স্বাভাবিক ছন্দে ব্যাট করতে থাকেন। ১৩৩ বলে অভিষেক রঞ্জি সেঞ্চুরি করেন। যদিও দিল্লির বাকি ব্যাটসম্যানরা সেভাবে রুখে দাঁড়াতে পারেননি। অন্যদিক উইকেট পরতে থাকলেও যশ অবিচল ছিলেন। এরপর শতরান করে শচীন তেন্ডুলকর এবং পৃথ্বী শাহর পাশে রেকর্ড বুকে নিজের নাম তুলে নেন। যশ ছাড়াও দিল্লির হয়ে জন্টি সিধু ৭১ ও ললিত যাদব ৪৫ রান করেছেন। প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান তুলেছে দিল্লি।

Advertisement
Continue Reading
Advertisement