আন্তর্জাতিক
এখনও কেন দখলে এলো না ইউক্রেন! পুতিনের প্রশ্ন শুনেই হার্টফেল প্রতিরক্ষামন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অব্যাহত Russia-Ukraine দ্বন্ধ। টানা ৩২ দিন ধরে চলছে দুই দেশের এই সংঘাত। রক্তক্ষয়ী এই যুদ্ধের জেরে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। রুশ হামলার হাত থেকে বাঁচতে দেশান্তরী হয়ে যাচ্ছেন প্রচুর ইউক্রেনীয় নাগরিকরা। পোল্যান্ড-হাঙ্গেরি সীমান্তে বাড়ছে শরণার্থীদের সংখ্যা। তবুও এখনও পুরোপুরি রুশ দখলে যায়নি ইউক্রেন।
জানা গিয়েছে, যুদ্ধের একমাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনও অবধি Ukraine কেন Russia-এর দখলে এলো না তা রুশ প্রতিরক্ষামন্ত্রী Sergey Shoigu-এর কাছে জানতে চান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর আর তারপরই পুতিনের সঙ্গে বৈঠক চলাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে।
এদিকে রুশ-ইউক্রেন যুদ্ধের আগে থেকেই নাকি জনসমক্ষে দেখা যাচ্ছিল না প্রতিরক্ষামন্ত্রী Sergey Shoigu কে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বাঁধলেও গত ১১ মার্চ নাকি তাঁকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। সেই ভিডিয়ো প্রকাশ পেয়েছিল। যদিও সেই ভিডিয়ো সঠিক কোন তারিখের তা জানা যায়নি। যদিও এর আগে ক্রেমলিনের তরফে দাবি করা হয়েছিল ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নিয়ে ব্যস্ত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি নাকি এই মুহুর্তে মিলিটারি দেখভাল করছেন। আরও শোনা যায় এখন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সঠিক সময় নয় বলেও দাবি করেন ক্রেমলিন।
আরও পড়ুন: রুশ-ইউক্রেন দ্বন্ধে কোপ পড়েছে যৌন জীবনেও, রাশিয়ায় ১৭০ শতাংশ বেড়েছে Condom-এর চাহিদা
এদিকে রুশ-ইউক্রেন যুদ্ধে যৌনতায় কোপ। যুদ্ধের আবহে পুতিনের দেশে বেড়ে গিয়েছে জন্ম নিরোধক ‘কন্ডোমের’ চাহিদা। একটি সমীক্ষার রিপোর্টে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, দুই দেশের এই রাজনৈতিক টানাপোড়েনের জেরে রাশিয়ায় কন্ডোমের চাহিদা বেড়ে গিয়েছে অন্তত ১৭০ শতাংশ। এর কারণ হিসেবে মনে করা হচ্ছে, যেভাবে একর পর এক দেশ রাশিয়া থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে তাতে ভবিষ্যতে দেশে জন্মনিরোধক এই পণ্যের সংকট দেখা দিতে পারে। তাইতো আগাম সতর্কতা হিসেবে আগে থেকেই ঘরে কন্ডোম মজুত করছেন রাশিয়ানরা।
আরও পড়ুন: Russia Ukraine War: অ্যামোনিয়া প্ল্যান্টে হামলা রাশিয়ার, বিপর্যস্ত জনজীবন
সূত্রের খবর, যুদ্ধ শুরুর আগেও এতপরিমাণ কন্ডোমের চাহিদা ছিল না রাশিয়ায়। কিন্তু যুদ্ধ শুরু হতেই রাশিয়ায় ওষুধের দোকানগুলিতে ব্যাপক হারে বেড়েছে কন্ডোমের চাহিদা। শুধু তাই নয়, পণ্যের চাহিদা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় কন্ডোমের দামও বাড়িয়ে দিয়েছে এই জন্মনিরোধক প্রস্তুতকারক বিভিন্ন সংস্থাগুলি। একটি রিপোর্টে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার সময় থেকে রাশিয়ায় ২৬ শতাংশ বেড়ে গিয়েছিল কন্ডোমের চাহিদা। রাশিয়ার রিটেল মার্কেটগুলিতে কন্ডোমের চাহিদা রয়েছে ৩০ শতাংশ।