Russia Ukraine Crisis: ইউক্রেনের উপর এয়ারস্ট্রাইক মৃত ২
Connect with us

আন্তর্জাতিক

Russia Ukraine Crisis: ইউক্রেনের উপর এয়ারস্ট্রাইক মৃত ২

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  বিফলে গিয়েছে ‘শান্তি চুক্তি’। নিজেদের জায়গা ছাড়তে নারাজ রাশিয়া। অব্যাহত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আর এই দুই শক্তিশালী দেশের যুদ্ধে অঘোরে প্রাণ হারালেন ২ ইউক্রেনবাসী। সোমবার রাতে রাশিয়ার এয়ারস্ট্রাইকে ইউক্রেনে ধূলিস্যাৎ হয়ে গিয়েছে অন্তত ১০টি বেসরকারি আবাসন। এছাড়াও গতকাল রাতের এই ঘটনায় নিহত হয়েছেন দু’জন।

ইউক্রেনের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার স্থানীয় সময় রাত ১০টা ১৬ মিনিট নাগাদ এই এয়ারস্ট্রাইক হামলা করে রাশিয়া। মর্মান্তিক এই ঘটনায় চোখের সামনে মাটিতে মিশে যায় ১০টি বাড়ি। এছাড়াও তিনটি বাড়িতে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, এই ঘটনায় একটি হাসপাতাল বিল্ডিং এবং দশটি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ জন মারা গিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩ জন। অন্য একটি সূত্র থেকে জানা গিয়েছে, ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ির ভিতরে কেউ আটকে পড়েছেন কি না তা দেখতে উদ্ধারকারীদের তরফে শুরু করা হয়েছে জোর তল্লাশি।

Advertisement

প্রসঙ্গত, ইউক্রেন দখল নিয়ে রাশিয়ার সঙ্গে বেশ কিছুদিন ধরেই এই দুই দেশের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছিল। অবশেষে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের মাটি দখল করতে রাশিয়ার সীমান্তবর্তী এই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তারপর থেকেই আন্তর্জাতিক সংবাদ শিরোণামে রুশ-ইউক্রেন দ্বন্ধ অব্যাহত। এখনও পর্যন্ত এই ঘটনায় ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে জার্মানি, ফ্রান্স, আমেরিকা। ঘটনায় এখনও পর্যন্ত ভারত কোনও বিবৃতি না দিলেও দুই দেশের এই যুদ্ধ ভারতের না পসন্দ তা একাধিক বৈঠকে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।