ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করল রাশিয়া
Connect with us

দেশের খবর

ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করল রাশিয়া

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যুদ্ধ শুরু হতেই একের পর এক রুশ আক্রমণ ধেয়ে আসতে শুরু করেছে ইউক্রেনের দিকে। আক্রমণের ধার বাড়িয়ে এবার ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করল রাশিয়া। তাদের নজর এখন কিয়েভে। যেকোনও মুহূর্তে কিয়েভে পৌঁছে যেতে পারে রুশ সেনা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলারুশের দিক দিয়ে চেরনোবিলে প্রবেশ করেছিল রুশ সেনা। তারপরই ইউক্রেনের সেনার সঙ্গে লড়াই করে ওই পরমাণু প্ল্যান্ট দখল করে তারা। ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের উপদেষ্টা মিখেলো পদোল্যাক জানিয়েছেন, ‘চেরনোবিল পাওয়ার প্ল্যান্টের উপর রুশ বাহিনী আক্রমণ করেছে। এরপরেও ওই প্ল্যান্ট নিরাপদে রয়েছে, এটা বলা যায় না।’ ১৯৮৬ সালের এপ্রিল মাসে ইউক্রেনের ওই পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ হয়।

ওই ঘটনায় মারা গিয়েছিলেন ৩২ জন। ওই প্ল্যান্ট এই মুহূর্তে রাশিয়ার দখলে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জিলেনস্কি জানিয়েছিলেন, চেরনোবিলের দখল নেওয়ার চেষ্টা করছে রাশিয়া। ১৯৮৬ সালের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রাণ দিয়েছে তাঁদের সেনাবাহিনী। এই যুদ্ধ গোটা ইউরোপের বিরুদ্ধে। যদিও শেষরক্ষা হয়নি। চেরনোবিল পাওয়ার প্ল্যান্ট দখল করে নিল রাশিয়া।

Advertisement