আন্তর্জাতিক
Russia Ukraine War: পুতিন-মোদি ফোনালাপ, ভারতীয়দের ফেরাতে ১৩০টি বাস পাঠাচ্ছে রাশিয়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নবম দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russis Ukraine)। চলছে টানা গোলা বর্ষণ। তেজস্ক্রিয়তাই লাল চোখ। ইউক্রেনের আকাশ-বাতাস ঢেকেছে কালো ধোঁয়ায়। একাধিক শহরে জারি রয়েছে এয়ার রেড অ্যালার্ট। উত্তেজনা আর উৎকণ্ঠার ঘুম উড়েছে ইউক্রেনবাসীর। সেইসঙ্গে উদ্বেগে রয়েছেন সেদেশে পাঠরত বহু ভারতীয় (Indian Student) পড়ুয়া এবং অন্যান্য বিদেশি নাগরিকরা। প্রতিমুহুর্তে হাতছানি দিচ্ছে মৃত্যু। অনেক সময়ই মিলছে না পর্যাপ্ত খাবার এবং পানীয় জল।
জানা গিয়েছে, আতঙ্ক কাটিয়ে এখন শুধুই দেশে ফিরতে মরিয়া ভারতীয়রা। সরকারের তরফে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘অপারেশন গঙ্গা মিশন’। দেশে ফিরেছেন অনেক পড়ুয়ারাই। তবে এখনও ইউক্রেনে আটকে রয়েছেন বহু ভারতীয়। যুদ্ধকবলিত দেশ থেকে দ্রুত তাঁদের স্বদেশে ফেরাতে এবার রুশ প্রেসিডেন্টের (Vladimir Putin) সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ফোনালাপের পরই ১৩০টি বিশেষ বাস পাঠানোর বন্দোবস্ত করছে মস্কো।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়া এবং অন্যান্য বিদেশি নাগরিকদের তাঁদের দেশে নিরাপদে ফেরত পাঠাতে ১৩০টি বিশেষ বাসের ব্যবস্থা করছে রুশ প্রশাসন। আটকে থাকা পড়ুয়াদের খারকিভ, সামি সিটি এবং বেলগর্ডগ শহর থেকে উদ্ধার করে ইউক্রেন সীমান্ত পার করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, রুশ সামরিক বিভাগের জেনারেল প্রধান মিখাইল মিনিস্তেভ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর তারপরই রাশিয়ার তরফে ভারতীয় পড়ুয়াদের ফেরাতে বিশেষ এই ১৩০টি বাস পাঠানোর কথা জানানো হয়।
এদিকে মঙ্গলবারই বিদেশমন্ত্রী হর্ষবর্ধন সিং জানিয়েছেন, ইউক্রেনে আটকে রয়েছে প্রায় আট হাজার ভারতীয়। তাঁদের মধ্যে অধিকাংশই পড়ুয়া রয়েছেন। দ্রুত তাঁদের ঘরে ফেরাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে ইউক্রেনের একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবারই ভারতীয় পড়ুয়াদের ইউক্রেন সীমান্ত পার করে দিতে ১৩০টি বাস পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় সময় সকাল ৬টা নাগাদ বাসগুলি রওনা দিয়েছে খারকিভ এবং নেখোতেভিকা সহ বেলগর্ডন সীমান্তে।
শুধু তাই নয়, রুশ সেনা প্রধানের তরফে জানানো হয়েছে, ইউক্রেনে আটকে থাকা ভারতীয় এবং অন্যান্য বিদেশি নাগরিকদের নিরাপদে সীমানা পার করে দেওয়া হবে। এছাড়াও তাঁদের জন্য গরম খাবার,জল এবং প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, ভারত সরকারের তরফে ইতিমধ্যে বিশেষ বিমানে করে পশ্চিমী দেশ পোল্যান্ড,হাঙ্গেরি, রোমানিয়া সীমান্ত থেকে ভারতীয়দের ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। এদিকে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে সেদিন থেকেই বন্ধ করে দেওয়া হয় ইউক্রেনের আকাশপথ।