আন্তর্জাতিক
রাশিয়াকে ভয় পাই না, জানিয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : গত কিছুদিন যাবত রাশিয়া এবং ইউক্রেনের সম্পর্ক ফাটল ধরেছে। রাশিয়া যুদ্ধকালীন তৎপরতায় সেনা মোতায়েন করেছে ইউক্রেন সীমান্তে। এরপর আমেরিকাও সেনা পাঠাতে শুরু করে। এরমধ্যে এই পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে ইউক্রেনের প্রেসিডেন্টের মন্তব্য।
তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাশিয়ার হাতে কোনওভাবেই নিজেদের ভূখণ্ড তুলে দেওয়া হবে না। ইউক্রেন কাউকে ভয় পায় না। মঙ্গলবার এমনই হুঁশিয়ারি দিলেন সেদেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন-রাশিয়া সংঘাতের আবহে চিন্তিত গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে রুশপন্থী বিদ্রোহীদের দখলে থাকা ডোনেৎস্ক ও লুহানস্ককে ‘স্বাধীন’ রাষ্ট্রের মর্যাদা দিয়েছে রাশিয়া।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার জাতির উদ্দেশে ভাষণে ডোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘আমি মনে করি, ডোনেৎস্ক ও লুহানস্কের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য অবিলম্বে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।’ তার পরিপ্রেক্ষিতেই এবার হুঁশিয়ারি দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘আমরা কাউকে ভয় পাই না। কারও কাছে বশ্যতা স্বীকার করব না। কারও হাতে কোনও কিছু তুলে দেব না। ইউক্রেন শান্তি বজায় রাখতে চায়।’