আন্তর্জাতিক
অর্থের ভান্ডার সচল রাখতে টাকা তোলার উপর নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ জারি রয়েছে রাশিয়ার। টানা ১৪ দিন ধরে অব্যাহত যুদ্ধ। বিপর্যস্ত জনজীবন। কান পাতলেই শোনা যাচ্ছে মিশাইল, গোলাগুলি বর্ষণ আর সাইরেনের শব্দ। দুই দেশের এই যুদ্ধে বেজায় বিপাকে পড়েছেন রাশিয়ান এবং ইউক্রেনের বাসিন্দারা। টানা যুদ্ধে একদিকে যেমন ব্যাহত হচ্ছে ইউক্রেনের নাগরিকদের স্বাভাবিক জীবনযাপন তেমনই বিধ্বস্ত অবস্থা রাশিয়ান নাগরিকদেরও।
জানা গিয়েছে, ইউক্রেনের উপর অবিচারে যুদ্ধ চালানোর জন্য আন্তর্জাতিক মহলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে রাশিয়া। মুখ ফিরিয়েছে ব্রিটেন-আমেরিকা, ফ্রান্স,জার্মানি। বাড়ছে একাধিক পণ্যের দাম। আমদানি বন্ধ করা হয়েছে গ্যাস, ভোজ্যতেল। রাশিয়াকে অর্থ সাহায্য বন্ধ করেছে বিশ্বব্যাঙ্ক। এই অবস্থায় ফের বিপর্যয় রাশিয়ানদের জনজীবনে। বুধবার একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্ক ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে পশ্চিমী দুনিয়া থেকে কোনও অর্থ সাহায্য না পাওয়ায় এবার সাধারণ নাগরিকদের উপর ব্যাঙ্ক থেকে নগদ তোলার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।
আরও জানা গিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের তরফে একটি নির্দেশিকায় বলা হয়েছে যে, যতদিন পর্যন্ত যুদ্ধ চলবে ততদিন দেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখতে এবার থেকে রাশিয়ার সাধারণ মানুষরা কোনও অবস্থাতেই ১০ হাজার ইউএস ডলারের বেশি নগদ তুলতে পারবেন না। এছাড়াও এই টাকার উপরে লেনদেনের ক্ষেত্রে বর্তমান বিনিময় হার রুবেলে পরিবর্তন করতে হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশী পড়ুয়াদের উদ্ধারে সাহায্যের হাত বাড়াল ভারত, মোদিকে ‘ধন্যবাদ’ হাসিনার
এছাড়াও একটি নির্দেশিকায় কমার্শিয়াল ব্যাঙ্কগুলিকে তাঁদের ক্ল্যায়েন্টদের কাছে হার্ড কারেন্সি বিক্রি বন্ধ করতে বলা হয়েছে। শুধু তাই নয়, এই সময়ে বৈদেশিক মুদ্রার যাতে কোনও কালোবাজারি না হয় তা রুখতে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়াও কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে প্রকাশিত একটি নোটিশে আরও বলা হয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে মুদ্রার যোগান ঠিক রাখতে সাধারণ নাগরিকদের উপর জমা-তোলার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করা হল। যাতে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে দেশের মানুষকে আর্থিক সঙ্কটে ভুগতে না হয়।
আরও পড়ুন: সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা পুতিনের, বিদেশ বিভূঁই থেকে দেশে ফিরতে মরিয়া চেষ্টা ভারতীয়দের
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। আর তারপর থেকেই টানা ১৪ দিন ধরে দুই দেশের এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। রুশ আগ্রাসনে ধসে গিয়েছে একের পর এক বিল্ডিং, হাসপাতাল, অফিস-কাছাড়ি। রুশ সেনাবাহিনীর হাত থেকে প্রাণে বাঁচতে দেশ ছেঁড়ে পালাচ্ছেন ইউক্রেন নাগরিকরা। নিজের দেশ ছেঁড়ে শরণার্থী হয়ে তাঁরা আশ্রয় নিচ্ছেন প্রতিবেশী দেশ, পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরিতে।