আন্তর্জাতিক
সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা পুতিনের, বিদেশ বিভূঁই থেকে দেশে ফিরতে মরিয়া চেষ্টা ভারতীয়দের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ইউক্রেনের বিরুদ্ধে গত ২৪ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ জারি করেছে রাশিয়া। টানা ১০ দিন ধরে চলছে দুই দেশের মধ্যে এই যুদ্ধ। বিফলে গিয়েছে শান্তি চুক্তি। যুদ্ধ থামাতে আন্তর্জাতিক মহল থেকে চাপ বাড়ছে রাশিয়ার উপর। যদিও পিছু হটতে নারাজ পরাক্রমশালী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যারফলে প্রতি মুহুর্তে খড়কুটোর মতোন ধসে পড়ছে একের পর এক বিল্ডিং। বারুদের গন্ধের ঝাঁঝ বাড়ছে ইউক্রেনের আকাশে বাতাসে।
অন্যদিকে শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। সূত্রের খবর, শনিবার ভারতীয় সময় সকাল সাড়ে ১১টার সময় এই যুদ্ধবিরতির ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট।
জানা গিয়েছে, সাময়িক এই যুদ্ধবিরতির মধ্যে ইউক্রেনে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজেদের দেশে দ্রুত ফেরানোর বন্দোবস্ত করা হবে। তবে এক সপ্তাহ ধরে চলা এই যুদ্ধ যে এখনই থামছে তা একপ্রকার নিশ্চিত গোটা দুনিয়া। ক্রমশ ইউক্রেন জুড়ে বাড়ছে রুশ সেনার আগ্রাসন। ইতিমধ্যে ইউক্রেনের একাধিক শহর দখল করে ফেলেছে রাশিয়া। বাড়ছে আতঙ্ক। ইউক্রেনের আকাশজুড়ে শুধুই কালো ধোঁয়া আর কানে বাজছে মুহুর্মুহ সাইরেনের শব্দ।
এদিকে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হতেই ইউক্রেনবাসীর সঙ্গে সঙ্গে প্রতি মুহুর্তে আতঙ্কের প্রহর কাটাচ্ছেন সেদেশে থাকা বহু ভারতীয় এবং অন্যান্য বিদেশি নাগরিকরা। বন্ধ ইউক্রেন এয়ারপোর্ট। তাপমাত্রা হিমাঙ্কের নীচে। এই অবস্থায় পায়ে হেঁটেই ইউক্রেন ছাড়ছেন বহু বিদেশি নাগরিকরা। প্রায় ৫০ কিলমিটার পথ পাড়ি দিয়ে পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি হয়ে দেশে ফেরার চেষ্টা করছেন তাঁরা। যদিও ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে দেশে ফেরানো হয়েছে বহু ভারতীয়কে। বাকিদেরও ভারতীয় দূতাবাস এবং কেন্দ্রের তরফে দ্রুত যাতে দেশে ফেরানো যায় তার প্রচেষ্টা চালানো হচ্ছে।