দেশের খবর
কর্নেল সোফিয়া কুরেশির বাড়িতে হামলার গুজব, তদন্তে মিলল পাকিস্তান থেকে ছড়ানো ভুয়ো তথ্য

অপারেশন সিঁদুরে সাহসী ভূমিকার পর কর্নেল সোফিয়া কুরেশি এখন জাতির গর্বের প্রতীক। কিন্তু এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছড়াল এক ভুয়ো খবর—কথিতভাবে কর্নাটকের বেলাগাভিতে তাঁর বাড়িতে হামলা হয়েছে, আর সেই হামলার পেছনে রয়েছে আরএসএস (RSS)-এর সমর্থকেরা।
এই দাবি করা হয় এক্স হ্যান্ডলের একটি পোস্টে, যেখানে কর্নেলের ধর্মীয় পরিচয়ের উল্লেখ করে বলা হয়, “RSS-এর কর্মীরা তাঁর বাড়িতে ভাঙচুর চালিয়েছে।” পোস্টটি ভাইরাল হতেই নেট দুনিয়ায় শুরু হয় হইচই, উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকেই। কর্নাটক পুলিশও সঙ্গে সঙ্গে তৎপর হয়।
তবে তদন্তে উঠে আসে একেবারে ভিন্ন চিত্র। এনডিটিভি-র প্রতিবেদনে জানা যায়, একটি পাকিস্তানঘনিষ্ঠ এক্স প্রোফাইল—যার নাম আনিস উদ্দিন—এই ভুয়ো পোস্টটি করে। তার অবস্থান ব্রিটিশ কলম্বিয়াতে, প্রোফাইলটি ৪০০-র বেশি হ্যান্ডল ফলো করে যার মধ্যে অধিকাংশই পাকিস্তানি। এমনকি প্রোফাইলের কভার ছবিতেও রয়েছে পাকিস্তানের সামরিক নেতৃত্বের ছবি।
আরও পড়ুন – ‘সেভেন সিস্টার্স’ নিয়ে ফের মুখ খুললেন ইউনুস, চট্টোগ্রাম সভা থেকে দিলেন পরিস্কার বার্তা
এই ভুয়ো পোস্ট ছড়ানোর খবর সামনে আসতেই দ্রুত বেলাগাভির পুলিশ পৌঁছে যায় কর্নেল কুরেশির বাড়িতে। দেখা যায়, সেখানে কোনওরকম অশান্তি বা হামলার ঘটনা ঘটেনি। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাড়ানো হয় নিরাপত্তা।
বেলাগাভির পুলিশ সুপার ভীমাশঙ্কর এস গুলেড স্পষ্ট জানান, “এই পোস্ট পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা। এমন কোনও ঘটনা ঘটেনি।” পুলিশের তরফে ভুয়ো খবর ছড়ানোয় হুঁশিয়ারি দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তারি হয়নি।
এই ঘটনার প্রেক্ষিতে আরও একবার সামনে এল, ভারতীয় সেনা বা সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভুয়ো তথ্য প্রচারের প্রবণতা। অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে ভারত-পাক উত্তেজনার আবহে এই ধরনের পোস্টের লক্ষ্য—মানসিক বিভ্রান্তি ছড়ানো ও দেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রভাবিত করা।
কিন্তু প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও প্রকৃত তথ্য যাচাইয়ের মাধ্যমে এই গুজবের বিরুদ্ধেই বার্তা পৌঁছাল—ভুয়ো খবর রুখতে সক্রিয় দেশ।