বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সম্প্রতি মুক্তি পেতে চলেছে কানিশ্ক ভার্মা পরিচালিত। বলিউড অ্যাকশন থ্রিলার মুভি সানাক এই ছবিতে মেইন চরিত্রে অভিনয় করেছেন। বলিউডের অ্যাকশন সুপারস্টার,বিদ্যুৎ জামওয়াল ও তার সঙ্গে দেখা যাবে বাঙ্গালি হিরোইন। বলিউডে পা রাখলেন রুক্মিণী মিত্র।
এটি রুক্মিণীর সপ্তম ছবি। আরও অন্নান্য চরিত্রে রয়েছেন নেহা ধুপিয়া,চন্দন রায় সন্যাল ও আরও অনেকে। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী ও চিরন্তন ভট্ট । 5th অক্টোবর এই ছবির ট্রেলার বের হবার পর, নেটিজেনদের থেকে দারুন সাড়া পেয়েছে। বর্তমান অতিমারির মরশুমে সিনেমা হল গুলো বন্ধ থাকায় ছবিটি 15th অক্টোবর রিলিজ করা হচ্ছে ডিসনে প্লাস হটস্টারে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ