খেলা-ধূলা
ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন রোহিত! দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের দলের অধিনায়ক কেএল রাহুল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : প্রথমবার ওয়ানডে দলের পূর্ণাঙ্গ অধিনায়কত্বের দায়িত্ব পেয়েও মাঠে নামা হচ্ছে না রোহিত শর্মার। হ্যামস্ট্রিংয়ের চোট এখনও পুরোপুরি না সারায় দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে রোহিতের জায়গায় অধিনায়কের দায়িত্ব সামলাবেন কেএলরাহুল।
বিরাট কোহলিকে সরিয়ে দক্ষিণ আফ্রিকা সফরেই একদিনের সিরিজে অধিনায়ক করা হয়েছিল রোহিত শর্মাকে। কিন্তু এখনও তিনি বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে রিহ্যাব করছেন। তাঁর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে আরও কিছুদিন সময় লাগবে বলেই জানিয়েছেন নির্বাচকরা। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে ভারতের। সেই কারণেই রোহিতকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের অধিনায়কত্ব না করলেও আইপিএল-এ পঞ্জাব কিংসের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন রাহুল।
ঘরোয়া ক্রিকেটেও অনেক দিন ধরে খেলছেন। রোহিতের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকায় চলতি টেস্ট সিরিজেও সহ-অধিনায়ক তিনি। তাই রাহুলের ওপরই ভরসা রাখছেন নির্বাচকরা। জাতীয় নির্বাচক প্রধান চেতন শর্মা জানিয়েছেন, ‘রোহিতের সেরা বিকল্প রাহুল। আমরা ওকে অনেক দিন ধরেই লক্ষ্য করছি। ক্রিকেটের তিন ফরম্যাটেই ও দুরন্ত ব্যাটসম্যান। অধিনায়কত্বের অভিজ্ঞতাও রয়েছে। আইপিএলে অধিনায়কত্ব করছে। এবং সেখানেও নেতা হিসেবে সফল। ভবিষ্যতের জন্য আমরা ওকে তৈরি করতে চাইছি। তাই রাহুলের ওপরেই আমরা ভরসা রাখছি।’