বাংলার খবর
জামিন পেলেও এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না রোদ্দুর রায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী, পুলিশ কমিশনারকে সোশ্যাল মিডিয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ইউটিউবার রোদ্দুর রায়। সোমবার একটি মামলার পরিপ্রেক্ষিতে জামিন পেলেন তিনি। তবে এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি। সেক্সপিয়ার সরণি থানার একটি মামলায় ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। তবে বড়তলা থানায় তাঁর বিরুদ্ধে হওয়া মামলায় এখনও জামিন না পাওয়ায় রোদ্দুর রায়কে জেলেই থাকতে হবে।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় লাইভ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন রোদ্দুর রায়। বলিউডের প্রখ্যাত সংগীতশিল্পী কেকে-এর মৃত্যু নিয়ে ফেসবুক লাইভে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ পুলিশ প্রশাসনকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন। এরপরেই কলকাতার হেয়ার স্ট্রিট, পাটুলী ও বটতলা সহ একাধিক থানায় তাঁর নামে অভিযোগ দায়ের হয়। তাঁর বিরুদ্ধে আইপিসি ১২০বি, ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ১৫৩, ১৫৩এ, ৫০১, ৫০৪, ৫০৫ এবং ৫০৯ ধারায় মামলা রুজু হয়। তার প্রেক্ষিতেই গত ৩ জুন গোয়া থেকে তাঁকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে শহরে নিয়ে আসে কলকাতা পুলিশ। তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে জামিনের জন্য আবেদন করেন তাঁর আইনজীবী। শেষমেশ একটি মামলায় তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। তবে বড়তলা থানার মামলায় এখনও জামিন পাননি রোদ্দুর রায়।