অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন রোদ্দুর রায়, জেল থেকে বেরিয়ে তিনি কী বললেন?
Connect with us

বাংলার খবর

অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন রোদ্দুর রায়, জেল থেকে বেরিয়ে তিনি কী বললেন?

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে জামিন পেলেন বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়। সোমবার দুপুর দু’টো নাগাদ তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে আদালত শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে। ফলে ২০ দিন পর মুক্তি পেলেন রোদ্দুর রায়। বটতলা থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে হওয়া মামলায় সোমবার ব্যাঙ্কশাল কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। তবে জাতীয় পতাকার অপমান করার জন্যে রোদ্দুর রায়কে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ক্ষমা চাইতে বলারও নির্দেশ দিয়েছেন বিচারক।

গত ২০ জুন, অন্য একটি মামলায় জামিন পেলেও বটতলা থানার মামলার জন্য জেলেই থাকতে হয়েছিল তাঁকে। সূত্র মারফত জানা গিয়েছে, লেক থানা ও পাটুলি থানায় তাঁর বিরুদ্ধে হওয়া মামলায় গত রবিবার জামিন পেয়েছেন রোদ্দুর। অবশেষে বটতলা থানার মামলাতেও জামিন পেলেন তিনি।

সম্প্রতি ফেসবুক লাইভে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার সহ একাধিক প্রশাসনিক কর্তার নামে কটূক্তি করার অভিযোগ ওঠে রোদ্দুর রায়ের বিরুদ্ধে। গত মাসে বলিউডের বিখ্যাত গায়ক কেকে-এর মৃত্যুর পরও একইভাবে রাজ্যের নেতা-মন্ত্রী প্রশাসনিক কর্তাদের সোশ্যাল মিডিয়ায় লাইভ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। তারপরই তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন তৃণমূলের এক যুব নেতা। এই অভিযোগের ভিত্তিতে গত ৭ জুন গোয়া থেকে রোদ্দুর রায়কে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসে কলকাতা পুলিশ।

Advertisement

রোদ্দুর রায়ের বিরুদ্ধে মানহানি, অশালীন এবং বিদ্বেষমূলক মন্তব্য করা, অপরাধমূলক ষড়যন্ত্র, ঘৃণা প্রদর্শন সহ এক অভিযোগ এনে ১৫৩, ১৫৩ (এ), ১২০ (বি), ৪১৭, ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৪৬৯,৫০১, ৫০৪, ৫০৫, ৫০৯ ধারায় মামলা রুজু করা হয়। তাঁর বিরুদ্ধে হেয়ার স্ট্রেট থানায় একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতে যদিও আগেই জামিন পেয়েছিলেন তিনি। গত ৯ জুন ইউটিউবার রোদ্দুর রায়কে আদালতে তোলা হলে তাঁকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ব্যাঙ্কশাল আদালতের চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ময়ূখ মুখোপাধ্যায়।

রোদ্দুর রায়ের মুক্তির দাবিতে পথে নেমেছিল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)। রবিবার সন্ধ্যা পর্যন্ত রোদ্দুর রায়ের মুক্তির দাবির পিটিশনে সই করেছিলেন ৯৬১ জুন। সোমবারই তিনি জামিন পেলেন। তাঁর জামিন পাওয়ার কথা প্রথম ফেসবুকে জানান পরিচালক কৌশিক মুখোপাধ্যায় ওরফে কিউ।

সোমবার সন্ধ্যায় আলিপুর প্রেসিডেন্সি জেল থেকে ছাড়া পেয়ে সেই ভাবে কিছু বলতে না চাইলেও রোদ্দুর রায় মানবতা, জাতীয় মানবাধিকার কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর গলায়, ‘লাভ ইউ অল’, ‘আই লাভ ইউ হিউম্যান রাইটস’, ‘লং লিভ হিউম্যান রাইটস’, ‘লং লিভ হিউম্যানিটি’, ‘জয় মোক্সা’ স্লোগান দিতে শোনা যায়।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.