বাংলার খবর
রোদ্দুরকে ছ’দিন পুলিশি হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার সহ রাজ্যের একাধিক নেতা মন্ত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করার মামলায় রোদ্দুর রায়কে ১৪ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। বৃহস্পতিবার রোদ্দুর রায়কে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ময়ূখ মুখোপাধ্যায় এই নির্দেশ দেন। জানা গিয়েছে এদিন আদালতে শুনানি চলাকালে এজলাসে তুমুল হই-হট্টগোল হয়। বেশ কয়েকবার হাত তালির আওয়াজ শোনা যায়। যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন সরকার পক্ষের আইনজীবী দীপঙ্কর কুন্ডু। রোদ্দুর রায়কে জামিন দেওয়া নিয়ে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই পক্ষের আইনজীবী। সরকার ক্ষমতার অপব্যবহার করে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বলে দাবি করেন রোদ্দুরের আইনজীবী। উল্টোদিকে, রোদ্দুরের বিরুদ্ধে মুখে আনার অযোগ্য অশালীন মন্তব্য করার অভিযোগ আনেন সরকার পক্ষের আইনজীবী। তারপরই বিকেল সাড়ে চারটে নাগাদ রোদ্দুরকে ৬ দিনের পুলিশি হেফাজতের রাখার নির্দেশ দেন বিচারপতি।
বৃহস্পতিবার দুপুরে রোদ্দুরে রায়কে কড়া ঘেরাটোপের মধ্যে আদালতে পেশ করে পুলিশ। আদালত চত্বরে ভিড় জমিয়েছিল রোদ্দুর রায়ের অসংখ্য ভক্ত ও সমর্থক। তাদের উদ্দেশ্যে হাত নেড়ে আদালতের ভিতরে ঢুকে যান রোদ্দুর। আদালত থেকে বেরোনোর সময় রোদ্দুর চাইলেও পুলিশ তাঁকে কথা বলতে দেয়নি। সোজা গাড়িতে তুলে তাঁকে নিয়ে চলে যায়।
গত সপ্তাহের মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠান করার পর আকস্মিকভাবে মৃত্যু হয় বলিউডের প্রখ্যাত গায়ক কেকে-এর। তারপরই ফেসবুক লাইভে এসে কেকে-এর মৃত্যু এবং সেই নিয়ে গায়ক রূপঙ্করের বিতর্কিত মন্তব্য নিয়ে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী, পুলিশ আধিকারিকদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেন রোদ্দুর রায়।
তাঁর সেই ভিডিও সামনে আসার পরই চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল যুব নেতা ঋজু দত্ত। রোদ্দুরের বিরুদ্ধে দাঙ্গা লাগানোর অভিপ্রায়ে উস্কানি, ধর্মীয়, জাতি ও ভাষাগত সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরির চেষ্টা, অন্যের সম্পর্কে মানহানিকর মন্তব্য, মহিলাদের সম্ভ্রমহানির অভিপ্রায় এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করে পুলিশ। তারপরই মঙ্গলবার গোয়ার বাড়ি থেকে রোদ্দুরকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে বুধবার রাতে কলকাতায় নিয়ে আসে কলকাতা পুলিশ।