বাংলার খবর
ডাকাতি করতে এসে ফ্রিজ খুলে রসগোল্লা খেল ডাকাতের দল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তিনি এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা। জামুরিয়া ব্লক সভাপতি সুকুমার ভট্টাচার্য। এলাকায় তার যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির পাশাপাশি তিনি ই সি এলের কর্মী। পরিবার নিয়ে থাকেন অন্ডালে সংস্থার হাসপাতালের কর্মী আবাসনে। রবিবার সুকুমার বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী শ্রাবণী এবং ছেলে অনিককে রেখে গ্রামের বাড়ি জামুরিয়ার কেন্দা গ্রামে গিয়েছিলেন।
এদিকে তাঁর অবর্তমানে মুখ ঢাকা অবস্থায় ছয়জন ডাকাত তাঁর বাড়ির বাথরুমের গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এদিন ভোর রাত সাড়ে ৩ টে নাগাদ ঘরে ঢুকেই ওই তৃণমূল কংগ্রেস সভাপতির ছেলের মাথায় বন্দুক ধরে সমস্ত টাকা এবং সোনা বের করে দেওয়ার কথা বলে। অভিযোগ ঠিক সেই সময় ডাকাতের দল ফ্রিজ দেখতে পাই এবং বলে ‘খুব খিদে পেয়েছে আগে খাব।’
আরও পড়ুন: আর্থিক অস্বচ্ছলতায় থমকে পড়াশোনা, ছাত্রকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভারতী ঘোষ
জানা গিয়েছে, এরপরই ফ্রিজের দরজা খুলে রসগোল্লা বের করে এনে টপাটপ খেতে শুরু করে ডাকাতের দল। বেশ কয়েকটি রসগোল্লা খাওয়ার পর টাকা সোনা নিয়ে চম্পট দেয় তারা। এদিকে বাড়িতে ডাকাত পড়েছে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন সুকুমার ভট্টাচার্য। এছাড়াও জামুরিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। পরিবারের মুখে ডাকাতদের রসগোল্লা খাওয়ার কথা শুনে রীতিমত অবাক পুলিশ।
আরও পড়ুন: দলের প্রতি অনাস্থা, BJP ছেড়ে তৃণমূলে যোগ ২০০ নেতাকর্মীর
তিনি বলেন, ”ডাকাতি করতে এসে রসগোল্লা খেয়েছে এমন ঘটনা বিরল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল ব্লক সভাপতির বাড়িতে এমন ডাকাতির কথা শুনে কিছুটা আতঙ্কিত এলাকার মানুষজনও।”