পথ-রেল অবরোধ, মিছিল! বিজেপির ডাকা বনধে রাজ্য জুড়ে মিশ্র সারক
Connect with us

বাংলার খবর

পথ-রেল অবরোধ, মিছিল! বিজেপির ডাকা বনধে রাজ্য জুড়ে মিশ্র সারক

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পৌরভোটে অশান্তি, ভোট লুঠ ও তৃণমূলের সন্ত্রাসের বিরোধিতায় সোমবার ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক দিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। রবিবার পৌরভোটে সকাল থেকেই বিরোধী দলের প্রার্থীকে মারধর, বিরোধী দলের এজেন্টকে বের করে দেওয়া, ছাপ্পা ভোট, ইভিএম ভাঙচুর, বোমাবাজি সহ বিভিন্ন বিষয়ে কমিশন ও প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে সরব হয়েছিল বিজেপি।

সকালেই হুগলিতে রেল অবরোধ করেন বনধ সমর্থকরা। আটকে পড়ে বর্ধমান লোকাল সহ বেশ কয়েকটি ট্রেন। ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। পাশাপাশি হাওড়ার শানপুর মোড়ে বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়। এদিকে নবান্নের তরফে জানানো হয়েছে, বনধে স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি অফিস সব খোলা থাকবে। এদিন কোনও সরকারি কর্মী উপযুক্ত কারণ ছাড়া অনুপস্থিত থাকলে কর্মদিবস থেকে একদিন কাটা যাবে। বনধে কোনওরকম অশান্তি এড়াতে রাস্তায় রয়েছে পুলিশি প্রহরা। বিজেপির ডাকা বনধের মিশ্র প্রভাব পড়ল শিলিগুড়িতেও। শিলিগুড়িতে জোর করে বনধ করার অভিযোগে গ্রেফতার করা হয় বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দ বর্মন। গাড়ি আটকানো নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায় কোচবিহারে। বিজেপি জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় ও বিধায়ক নিখিলরঞ্জন দে’র নেতৃত্বে মিছিল বের হয় । সরকারি বাস রাস্তায় আটকানোর খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক, কর্মী সমর্থকরা। জেলাগুলি থেকে বিক্ষিপ্ত অশান্তির খবরও উঠে আসছে। এদিন সকাল থেকে দোকানপাট বন্ধ থাকলেও যানচলাচল স্বাভাবিক রয়েছে। বনধকে সফল করতে রাস্তা অবরোধ করে বিজেপি।

বালুরঘাটের ট্যাংক মোড়ে পথ অবরোধ করে বিজেপি নেতৃত্ব। বিজেপি কর্মী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের।কোচবিহারে বনধের প্রভাব প্রায় নেই বললেই চলে। পুণ্ডিবাড়িতে বিজেপি জেলা সভাপতি নিজেই কর্মী সমর্থকদের নিয়ে বনধ করাতে নেমেছে। দোকানপাট, হাটবাজার খোলা। পাশাপাশি যাত্রীবাহী গাড়ি ছাড়া অন্যান্য সমস্ত গাড়িও চলছে। আলিপুরদুয়ারেও স্বাভাবিক জীবন যাত্রা দেখা গিয়েছে। হাটবাজার, দোকানপাট খোলা। বাস, অটো, টোটো চলছে। কামাখ্যগুড়িতে বিক্ষিপ্তভাবে কিছু দোকানপাট বন্ধ থাকলেও অধিকংশই খোলা। অন্যদিকে, জয়গাঁ মঙ্গলাবাড়িতে বনধ সমর্থককারীদের আটক করেছে পুলিশ। সবমিলিয়ে মিশ্র প্রভাব পড়েছে আলিপুরদুয়ারে। উত্তর ২৪ পরগনাতেও বনধের সেইভাবে কোনও প্রভাব পড়েনি। জেলার বিস্তীর্ণ এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল। হুগলির আরামবাগে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।

Advertisement

পথ অবরোধের জেরে আরামবাগ-কলকাতা, আরামবাগ-মেদিনীপুর, আরামবাগ- বাঁকুড়া, আরামবাগ-বর্ধমান রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ এসে পথ অবরোধ তোলার জন্য অনুরোধ করলে ঘণ্টাখানেক পর অবরোধ উঠে যায়। ঘাটালে যাত্রীবাহী বাসের কাচ ভাংচুরের অভিযোগ উঠেছে সমর্থনকারীদের বিরুদ্ধে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও বনধের সমর্থনে রাস্তায় নামেন বিজেপি কর্মী সমর্থকরা। মিছিল করে এসে খিদিরপুর মোড়ে পথ অবরোধ করে বনধকারীরা। বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। বেহালায় বিজেপির পথ অবরোধ ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের। পুলিশ বেশ কয়েকজনকে আটক করে বনধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বনধে সাত সকালে কোনও প্রভাব পড়েনি বীরভূমের সিউড়িতে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বেসরকারি বাস ও সরকারি বাস চলছে অন্যদিনের মতোই।। ধীরে ধীরে দোকানপাটও খুলেছে।

তবে এদিন বনধের সমর্থেনে সকালে রাস্তায় দেখা যায়নি কোনও বিজেপি নেতা কর্মীকে। বনধের তেমন কোনও প্রভাব হাওড়া শহরে পড়েনি। বেলা বাড়লে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত এসে পৌঁছান। হাওড়া ব্রিজের ওঠার রাস্তায় তারা দীর্ঘ ১৫ থেকে ২০ মিনিট অবরোধ করেন। প্রথমে গোলাবাড়ি থানার পুলিশ আধিকারিকরা তাদেরকে বুঝিয়ে সেখান থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু রাস্তার উপরে বসে বিক্ষোভ করতে দেখা যায় বন সমর্থকদের। এরপরে গোলাবাড়ি থানার পুলিশ আধিকারিকরা তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। ১৫ থেকে কুড়ি মিনিট যান চলাচল ব্যাহত ছিল হাওড়া ব্রিজে ওঠার মুখে। বিজেপির ডাকা বন্ধে মিশ্র প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুরে। হলদিয়া শিল্পাঞ্চলে বিজেপির ১২ ঘণ্টার ডাকা বনধের সেভাবে কোনও প্রভাব পড়েনি। সমস্ত কল-কারখানা যথারীতি ভাবেই চলছে। শ্রমিকরা সময়মতো কারখানায় ঢুকেছেন। রাস্তাঘাটে সেভাবে কোনও বিজেপির মিছিল বা কোথাও অবরোধের ছবি দেখা যায়নি। নন্দীগ্রামে বেশ কিছু জায়গায় বিজেপিকে মিছিল করতে দেখা গিয়েছে। বিজেপির কর্মী-সমর্থককে রাস্তা অবরোধ করে বাস আটকে মিছিল করতে দেখা গিয়েছে। বিক্ষোভ হঠাতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.