বাংলার খবর
সবজির নায্য মূল্যের প্রতিবাদে রাস্তা অবরোধ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নায্য মূল্যে সবজি বিক্রি না হওয়ায় প্রতিবাদ। বৃহস্পতিবার কালিয়াগঞ্জের ফতেপুর হাটের সবজি চাষীরা রাস্তায় সবজি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন। বালুরাঘাট রায়গঞ্জ রাজ্য সড়ক অবরোধ হওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়। পরে পুলিশী আশ্বাসে অবরোধ প্রত্যাহার হয়।
জানা গেছে, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকে প্রচুর পরিমানে লঙ্কা, পটল, শসা উৎপাদিত হয়। উৎপাদিত ফসল কালিয়াগঞ্জের বড় হাট ধনকৈল হাটে বিক্রি হয়। এখানকার উৎপাদিত ফসল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্রি হয়। সবজি ব্যবসায়ীদের অভিযোগ, গাড়ি করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই সবজি পাঠাতে গেলে পুলিশ রাস্তায় আটকে কেস দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা ঘুষ নিচ্ছেন। এমনকি রাস্তায় দাঁড়িয়ে থাকা সিভিকদের টাকা দিতে হচ্ছে। যার ফলে সবজির দাম কয়েকগুন বেড়ে যাচ্ছে। কিন্তু বাজারে ফসলের দাম সেই পরিমান না হওয়ায় সবজি ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
আজ দূরদূরান্ত থেকে আসা সবজি চাষীরা ফতেপুর হাটে সবজী নিয়ে এলেও ক্রেতা না থাকায় সেই সবজি অবিক্রিত অবস্থায় থেকে যায়। কৃষকরা সবজি বিক্রি করতে না পারার প্রতিবাদে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে কৃষকদের উৎপাদিত ফসল পটল, শসা, লঙ্কা রাস্তায় ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।
কালিয়াগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান। এদিকে ফসল রপ্তানীতে পুলিশী অত্যাচার যাতে না হয় সেব্যাপারে তিনি জেলা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। এই আশ্বাসের পর গাড়ি মালিকরা পন্য পরিবহনে গাড়ি দিতে রাজী হয়। পন্য পরিবহনের গাড়ি পাবার পরই কৃষকদের ফসল বিক্রি শুরু হয়।