নাবালিকার শ্লীলতাহানি! দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ পড়ুয়াদের
Connect with us

বাংলার খবর

নাবালিকার শ্লীলতাহানি! দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ পড়ুয়াদের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দুই নাবালিকা স্কুল পড়ুয়াকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে পথ অবরোধ করল আলিপুরদুয়ার শীলবাড়ি হাট উচ্চবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। দুই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের আন্দোলনে পাশে দাঁড়িয়ে সাহস জোগালেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও। শুক্রবার দুপুর ১টা থেকে ১:৩০ পর্যন্ত অবরোধ বিক্ষোভ চলে আলিপুরদুয়ার-ফালাকাটা রাজ্য সড়কে।

আলিপুরদুয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। পরে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্তী বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেন। কীভাবে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, তা নিয়েই আলোচলনা হয় বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুই নাবালিকা বোনকে দুই যুবক টোটো থামিয়ে টেনে হিচড়ে নামিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এমনকী, ধর্ষণেরও হুমকি দেয় বলে অভিযোগ। তারপরই দুই নাবালিকার পরিবার আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতেই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। ওই দুই অভিযুক্ত যুবকের নাম নুর আলম রহমান এবং নুর হাসান রহমান। তাঁরা দুই ভাই। বাড়ি শিলবারিহাট ঘাটপার এলাকায় বলে জানিয়েছে পুলিশ। 

Advertisement

শীলবাড়ি হাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বিউটি দিক্ষীত ও সোনালি বর্মন জানিয়েছে, ‘বৃহস্পতিবার দুই দিদিকে শ্লীলতাহানির চেষ্টা চালায় দুই যুবক। পুলিশ তাদের গ্রেফতার করেছে। তাদের যেন কঠোরতম শাস্তি হয়, সেটাই আমরা চাই। কারণ আমরাও রাস্তা দিয়ে সবসময় যাতায়াত করব। আমাদেরও নিরাপত্তা দেওয়া হোক।’

Continue Reading
Advertisement