বিনোদন
রীতেশ-জেনেলিয়া অঙ্গদানের অঙ্গীকার, সমাজে নতুন বার্তা

ডিজিটাল ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেতা দম্পতি রীতেশ দেশমুখ (Riteish Deshmukh) এবং জেনেলিয়া ডি’সুজা (Genelia D’Souza) এবার নিজেদের সিদ্ধান্তের মাধ্যমে সমাজে বিশেষ বার্তা দিলেন। দীর্ঘদিন ধরে তাঁদের মজাদার ভিডিও ও সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি দিয়ে আমাদের হাসিয়ে চলেছেন, কিন্তু এবার তাঁদের সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্ব পাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তাঁরা জানিয়েছেন যে, তাঁরা নিজেদের অঙ্গদানের অঙ্গীকার করেছেন। ভিডিওতে তাঁরা বলেন, “জীবনের উপহার” এর চেয়ে বড় কিছু হতে পারে না। আজ আমরা আপনাদের জানাতে চাই যে, আমরা আমাদের অঙ্গদানের সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এটি আমাদের জীবনের সেরা উপহার।”
এদিকে, National Organ and Tissue Transplant Organisation (NOTTO) তাদের এই মহৎ সিদ্ধান্তের প্রশংসা করেছে।
অঙ্গদান কার্যক্রম সম্পর্কে আরও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে রীতেশ এবং জেনেলিয়া সকলকে এই পথে এগিয়ে আসার জন্য আহ্বান করেছেন। তাঁদের এই উদ্যোগে উৎসাহিত হয়ে আমাদেরও উচিত তাঁদের মতো একজন আশার কিরণ হয়ে ওঠা, যা অন্যদের জীবনে আলো জ্বালাতে পারে।