বিনোদন
বেকসুর খালাস হয়েও মেলেনি রেখাই, মাদক মামলায় ফের নাম জড়াল রিয়ার

বেঙ্গল এক্সপ্রস নিউজ: জামিন পেয়েও মেলেনি রেহাই। ২০২০ সালে ১৪ জুন মারা গিয়েছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তারপর থেকেই মাদক মামলার তদন্ত শুরু হয়। মৃত্যুর তদন্তে নামতেই প্রকাশ্যে উঠে আসে রিয়া চক্রবর্তীর নাম। তবে সম্প্রতি উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। যেখানে জানা গিয়েছে, খোদ সুশান্ত সিংকে ,মাদক সরবরাহ করতেন রিয়া। এমনকি ভাই সৌভিকের কাছ থেকে মাদক পেতেন তিনি। মোটা অঙ্কের টাকায় মিলত এই মাদক।
জানা গিয়েছে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এদিন চার্জশিট ফাইল করা হয়েছে, সেখানে রিয়া ছাড়াও আরও ৩৪ জনের নাম রয়েছে। অভিযোগ, ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত একটি গোপন মাদকচক্রের সঙ্গে যুক্ত ছিলেন এঁরা।
চার্জশিটে এনসিবি জানিয়েছে, টাকা দিয়ে এই চক্রের পাণ্ডারা একাধিকবার মাদক কিনেছেন। তারপর তা পৌঁছে দিয়েছেন বলিউডের হাইপ্রোফাইল তারকাদের কাছে। রমরমিয়েই এই মাদক পাচার চক্র চালাচ্ছিলেন রিয়ারা। চলত গাঁজা, চরস, এলএসডি, কোকেনের কারবার। রিয়ার বিরুদ্ধে মাদক আইনের ৮(সি), ২০ (বি-২এ), ২৭এ, ২৮, ২৯ এবং ৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদক উৎপাদন, সঙ্গে রাখা, কেনাবেচা, সরবরাহ, ব্যবহার, সেবন, পাচার, এসবের ক্ষেত্রে ৮ (সি) ধারায় মামলা দায়ের হয়।
২০ (বি-২এ) ধারায় অল্প পরিমাণ মাদক রাখার ক্ষেত্রে অভিযোগ দায়ের হয়। তাতে দোষী সাব্যস্ত হলে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। মমালার গুরুত্ব বুঝে কারাবাসের মেয়াদ এবং জরিমানার অঙ্ক বাড়াতেও পারে আদালত।