দেশের খবর
মধ্যপ্রদেশে পাখির মতো আচরণকারী ডাইনোসরের ‘অদ্ভুত’ ডিম খুঁজে পেল গবেষকরা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভারতে আবারও মিলল ডাইনোসরের অস্তিত্ব! দিল্লি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল সম্প্রতি মধ্যপ্রদেশের ধর জেলায় ১০টি ডাইনোসরের ডিম খুঁজে পেয়েছেন। তার মধ্যে একটি অনন্য ডিম রয়েছে। যা দেখে গবেষকদের ধারণা, ভারতে বিচরণ করা ডাইনোসরের প্রজাতিগুলো পাখির মতো প্রজনন করত। ডিমগুলি ডাইনোসর ফসিল ন্যাশনাল পার্কে আবিষ্কৃত হয়েছিল এবং এই ডিমগুলো টাইটানোসরের একটি প্রজাতির অন্তর্গত সরোপড ডাইনোসরের। ডিমগুলিকে একটির মধ্যে একটি অবস্থায় পাওয়া গিয়েছে। যা বহু-খোলসযুক্ত ডিম হিসাবে পরিচিত।
এই আবিষ্কারের কথা সম্প্রতি ‘সায়েন্টিফিক রিপোর্টস’ জার্নালে প্রকাশিত হয়েছে। সেই গবেষণাপত্রে বলা হয়েছে, ‘টাইটানোসরাস ডাইনোসরের বাসা থেকে বহু-খোলসযুক্ত ডিমের আবিষ্কার থেকে পরিষ্কার যে তাদের ডিম্বাণু আকারবিদ্যা পাখির মতোই ছিল। যা এই সরোপড ডাইনোসরের ক্রমানুসারে ডিম পাড়ার সম্ভাবনাকে উন্মুক্ত করেছে।’
২০০৭ সালে টাইটানোসর প্রজাতির ডাইনোসরের বিচরণের প্রথম প্রমাণ মেলার পরই খবরের শিরোনামে চলে আসে ধর। তখন থেকেই ওই এলাকায় সংরক্ষণের কাজ চলছে। গবেষকরা বলেছেন, নতুন আবিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে ডিম্বাণুর ভিতরে ডিম্বাণু প্যাথলজি পাখিদের জন্য অনন্য নয়। এবং সরোপোডগুলির সঙ্গে অন্যান্য আর্কোসরের প্রজনন আচরণের যথেষ্ট মিল রয়েছে।
বিজ্ঞানীদের দল তাঁদের খননের সময় জাতীয় উদ্যানের কাছে টাইটানোসর সরোপোডের ৫২ টি বাসা খুঁজে পেয়েছেন। জীবাশ্মবিদরা বলছেন, ডাইনোসরের যে জীবাশ্ম পাওয়া গিয়েছে তাতে বাসা নির্মাণের আকার এবং পিতামাতার যত্নের প্রমাণ বিশেষ করে উদ্ভূত থেরোপডগুলিতে পরিলক্ষিত হয়েছে, তাতে পাখির মতো আচরণ লক্ষ্য করা গিয়েছে। যেখানে অন্যান্য ডাইনোসর, যেমন হ্যাড্রোসর এবং সরোপড, তাদের সময় ব্যয় করেছে বাটি আকৃতির থাবা দিয়ে খনন করে সমষ্টিগত বাসা তৈরিতে। ডিমগুলি নিম্ন নর্মদা উপত্যকায় বালুকাময় চুনাপাথর বা চুনযুক্ত বেলেপাথরে পাওয়া গিয়েছে।
ইতিমধ্যেই, মধ্যপ্রদেশের ধর জেলার বাগ-কুক্ষি এলাকায় একাধিক ক্ষেত্রের কাজ চলাকালীন ১০৮টি টাইটানোসরের বাসা শনাক্ত করা হয়েছিল। যার মধ্যে অক্ষত থাবা, বিচ্ছিন্ন ডিম এবং বেশ কয়েকটি ডিমের খোসার অংশ পাওয়া গিয়েছিল।