প্রখ্যাত গজল গায়ক ভুপিন্দর সিং প্রয়াত
Connect with us

বিনোদন

প্রখ্যাত গজল গায়ক ভুপিন্দর সিং প্রয়াত

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি জগতে আবারও নক্ষত্রপতন। প্রয়াত হলেন বিশিষ্ট গজল শিল্পী ভূপিন্দর সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। সোমবার সন্ধ্যা ৭.৪৫ নাগাদ জুহুর ক্রিটিকেয়ার এশিয়া হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় তিনি ভুগছিলেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার মুম্বইয়েই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী তথা বিশিষ্ট সঙ্গীতশিল্পী মিতালী সিং।

বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন প্রখ্যাত এই গজল শিল্পী। একাধিকবার মূত্রনালীর সংক্রমণে ভুগেছেন। গত ১০ দিন আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কোলনের সমস্যা থাকায় তাঁর চিকিৎসা শুরু হয়। হাসপাতালে থাকাকালীনই
করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সোমবার সকালে অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। অবশেষে সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন মিতালী সিং।
বাংলা, হিন্দিতে অজস্র গান গেয়েছেন তিনি। ‘মৌসম’, ‘সত্তে পে সত্তা’, ‘আহিস্তা আহিস্তা’, ‘হকীকত’, ‘দূরিয়া’ এর মতো সিনেমায় তাঁর গাওয়া গান শ্রোতাদের হৃদয়ে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে। দেবশ্রী রায়, মিঠুন চক্রবর্তী অভিনীত ‘ত্রয়ী’ সিনেমাতে তাঁর গাওয়া গান ‘কবে যে কোথায় কী যে হল ভুল’ আজও মানুষের মুখে মুখে ফেরে। ভূপিন্দর সিঙের গাওয়া বিখ্যাত গান গুলির মধ্যে অন্যতম হল, ‘দিল ধুন্দতা হে’, ‘এক একেলে ইস শহর মে’, ‘নাম গুম জায়েগা’, ‘হুজর ইস কদর না ইতরা কে চলিয়ে’, ‘কিসি নজর কো তেরা ইনতেজার’, ‘বাদল সো কাট কাট কে’।
পঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন ভূপিন্দর সিং। গানের পাশাপাশি বেহালা, গীটার বাজানোতেও তিনি সমানভাবে পারদর্শী ছিলেন। অল ইন্ডিয়া রেডিও দিয়ে তাঁর সঙ্গীত কেরিয়ার শুরু। সুরকার মদন মোহনের কথায় মুম্বই পাড়ি দেন। ‘হকিকত’ ছবিতে ‘হো কে মজবুর’ গান দিয়ে তাঁর বলিউড যাত্রা শুরু। তারপর কিংবদন্তী সুরকার খৈয়ামের সুরে ‘আখরি খাত’ ছবিতে ‘রুত জাওয়ান জাওয়ান’ গানটি গান। তিনি কিশোর কুমার, মহম্মদ রফির সঙ্গে বেশ কয়েকটি গান গেয়েছেন। আরডি বর্মনের সঙ্গেও তাঁর ঘণিষ্ঠ বন্ধুত্ব ছিল। কাজ করেছেন তাঁর সঙ্গেও। সিনেমার গান ছাড়াও ভূপিন্দর সিঙের একাধিক জনপ্রিয় মিউজিক অ্যালবামও রয়েছে।

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.