প্রেমে প্রত্যাখ্যাত হয়ে চুঁচুড়ায় আত্মহত্যা একাদশ শ্রেণির ছাত্রের!
Connect with us

বাংলার খবর

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে চুঁচুড়ায় আত্মহত্যা একাদশ শ্রেণির ছাত্রের!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হল একাদশ শ্রেণীর ছাত্র! ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় হুগলির চুঁচুড়া নবাব বাগান এলাকায়। আত্মঘাতী ছাত্রের পরিবারের বিরুদ্ধে পাল্টা বাড়িতে ঢুকে ভাঙচুর ছালানোর অভিযোগ তুলেছে প্রেমিকার পরিবার। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ত্রিকোণ প্রেমের সম্পর্ক। সেখান থেকেই প্রেমে প্রত্যাখ্যান।

আর প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতী হল হুগলির চুঁচুড়া নবাববাগানের একাদশ শ্রেণীর ছাত্র! ১৭ বছরের আত্মঘাতী ছাত্র জিৎ হালদার হুগলি কলেজিয়েট স্কুলের ক্লাস ইলেভেনে পড়ত। তার পরিবারের দাবী, কদমতলার বাসিন্দা এক সহপাঠীর সঙ্গে গত বছর দুয়েক ধরে সম্পর্ক ছিল জিতের। সেও চুঁচুড়া শিক্ষা মন্দির স্কুলে একই ক্লাসে পড়ে। গৃহ শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গিয়ে দু’জনের সম্পর্ক গাঢ় হয়। এবছর সরস্বতী পুজোর সময় প্রেমিকাকে অন্য এক তরুণের সঙ্গে ঘুরতে দেখে ফেলে জিৎ। তারপরই দু’জনের মধ্যে অশান্তির সূত্রপাত। ওই যুবকের সঙ্গে কেন ঘুরছে, জিজ্ঞাসা করায় ওই ছাত্রী জানায়- জিতের থেকে ভালো ছেলে সে, তাই ঘুরছে। তারপরই সম্পর্কের অবনতি হতে থাকে। এর পরেও বিভিন্ন কারণে জিৎ তার প্রেমিকাকে টাকা দেয় বলে অভিযোগ আত্মঘাতী ছাত্রের পরিবার। ইদানিং তাদের সম্পর্ক তলানীতে ঠেকেছিল।

জিৎকে ওই ছাত্রী এড়িয়ে চলছিল বলেও অভিযোগ। গতকাল রাত সারে দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় জিৎ। গভীর রাতে বাড়ি ফিরে শুয়ে পরে। বৃহস্পতিবার সকালে ডাকাডাকি করায় উঠছে না দেখে দরজা ভেঙে জিৎ এর ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবারের লোকজন। প্রেমে প্রত্যাখ্যাত হয়েই ভাই আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে দাবী করেছেন জিতের দিদি ঈশানী হালদার। ছাত্রীর বাবা রঘু দেবনাথ দাবি করেছেন, ‘আমার মেয়ের সঙ্গে বন্ধুন্ত ছিল বলছে। কিন্তু আমি জানতাম না। আজ হঠাৎ আমার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি।মারধর করা হয়। এখনকার ছেলেমেয়েরা কোথায় কী করছে সেটা জানা যায় না।’ ছাত্রীর মা বলেছেন, ‘কাউকে চিনি না। হঠাৎ কিছু লোক ঢুকে পড়ে বাড়িতে। ভাঙচুর করে, মারধর শুরু করে।বলতে থাকে- মেরেই ফেলব। মেয়ের নাকি একটি ছেলের সঙ্গে প্রেম ছিল! একদল ছেলে মেয়ে আড্ডা মারে, তাদের মধ্যে কীসের প্রেম হয়ে গেল জানি না।এখন তো ছেলে-মেয়েদের বন্ধু বান্ধব থাকে।’ চুঁচুড়া থানার পুলিশ এসে পরিস্থতি শান্ত করে। এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

Advertisement
Continue Reading
Advertisement