গ্যাসের দাম কমান, বিজেপি কর্মীর প্রশ্নে বিড়ম্বনায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী!
Connect with us

বাংলার খবর

গ্যাসের দাম কমান, বিজেপি কর্মীর প্রশ্নে বিড়ম্বনায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আবারও অস্বস্তিতে পড়ল বিজেপি। পেট্রোল, ডিজেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে দলেরই কর্মীদের প্রশ্নের মুখে পড়লেন খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার বোলপুর থেকে পেট্রোল ডিজেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধেই তোপ দেগেছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি। শুক্রবার তাঁর সামনেই গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির এক মহিলা কর্মী!

শুক্রবার বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে উজ্জ্বল যোজনার গ্যাস নিয়ে এক সরকারি অনুষ্ঠানে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে পূর্ণিমা হাজরা নামে এক মহিলা বিজেপি কর্মী মন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘গ্যাসের এত দামে আমাদের নাজেহাল অবস্থা। গ্যাসের দাম কমান। উজ্জ্বলা যোজনার গ্যাস নিলেও গ্যাসের এত দাম, আর পারা যাচ্ছে না। দাম একটু কমানো হলে ভাল হয়।’ ওই বিজেপি মহিলা কর্মী এই কথা বলার পরই সভার মধ্যেই বিজেপি সমর্থকদের মধ্যে রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। চরম বিড়ম্বনার মধ্যে পড়ে যান মন্ত্রী নিজেও। যদিও কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিয়ে মন্ত্রী যুক্তি দেন, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার জন্যই দেশে পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বেড়ে গিয়েছে।

তারপর পূর্ণিমার প্রশ্নের জবাব দিতে গিয়ে রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। বলেছেন, ‘আন্তর্জাতিক বাজারে পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বেড়ে গিয়েছে। আমরাও চাই দাম কমুক। মানুষ স্বস্তি পাক। কিন্তু রাজ্য সরকার কোনও রকম ভাবেই আমাদের সাহায্য করছে না। আমি একজন কেন্দ্রীয় মন্ত্রী। নিয়ম অনুযায়ী আমার সঙ্গে জেলা শাসকের দেখা করতে আসা উচিত। কিন্তু কেউ আসেনি। সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দিচ্ছে রাজ্য সরকার।’

Advertisement

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে লাগাতার আক্রমণ করে চলেছে তৃণমূল কংগ্রেস। দেশে যেভাবে পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বাড়ছে, তাকে জরুরি অবস্থার থেকেও খারাপ বলে কিছুদিন আগেই মন্তব্য করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তার পাল্টা উত্তর দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। রামেশ্বর তেলি বলেছেন, ‘কেন্দ্র সব সময়ই চায়, দেশের সব জায়গায় তেলের দাম সমান হোক। কিন্তু বাংলার সরকার পেট্রোল-ডিজেলের উপর সেস কমায়নি। বিরোধী রাজ্যগুলোতে পেট্রোল-ডিজেলের দাম বেশি। তাই পশ্চিমবঙ্গ সরকার আগে সেস কমাক।’

Continue Reading
Advertisement