ভাইরাল খবর
চোরাচালানের আগেই সীমান্ত থেকে উদ্ধার ১০ বিরল প্রজাতির রেড লর্ড অ্যামাজন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চোরাচালানের আগেই সীমান্ত থেকে উদ্ধার হল বিরল প্রজাতির পাখি। দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ৮২ ব্যাটেলিয়নের সীমা চৌকি ভাতগাছির জওয়ানরা গোপনসূত্রে খবর পেয়ে সাড়ে ছ’টা নাগাদ পাচারকারীদের খপ্পর থেকে ১০টি বিরল প্রজাতির পাখি (রেড লর্ড অ্যামাজন) উদ্ধার করে।
চোরাকারবারিদের ধাওয়া করা হলে তারা ঘন অন্ধকার ও ঝোপঝাড়ের সুযোগ নিয়ে পাখিগুলোকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এই বিশেষ প্রজাতির পাখিগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল। চোরাকারবারীদের কবল থেকে উদ্ধার হওয়া পাখিগুলো রানাঘাট বন দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে। দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, সীমান্ত দিয়ে বিরল প্রজাতির পাখি পাচার বন্ধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। ৮২ ব্যাটেলিয়নের জোয়ানদের কৃতিত্বে আনন্দ প্রকাশ করে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘আমরা কোনও অবস্থাতেই আমাদের এলাকা থেকে চোরাচালান হতে দেব না।’