খেলা-ধূলা
করোনার থাবায় বিপর্যস্ত রিয়েল মাদ্রিদ শিবির

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত প্রায় দু’বছর শরে সারা বিশ্বজুড়ে আতঙ্কের নাম করোনা। এই করোনা অতিমারীর জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল সারা বিশ্ব। পড়াশোনা, খেলাধুলা, যানবাহন সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। মানুষের চলার গতি থমকে গিয়েছিল। করোনা সংক্রমণ কিছুটা কমার জন্য ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।
ফলে আবার নতুন করে সব থমকে যাওয়া সব কিছু গতি পেয়েছে। সব খেলাই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। কিন্তু আবার যেন থমকে যাওয়ার জোগাড়। কারণ করোনা এখনও পৃথিবী ছেড়ে যায়নি। খবর পাওয়া গিয়েছে স্পেনের বিখ্যাত ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদ করোনা কার্যত হাসপাতালে পরিণত হয়েছে। বেশ কয়েকজন ফুটবলার এবং সাপোর্ট স্টাফের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। বুধবার আরও দুই ফুটবলারের করোনা ধরা পড়েছে। তারা হলেন ডেভিড আলবা এবং ইসকো।
স্প্যানিশ মিডফিল্ডার ইসকো ২০১৩ থেকে রিয়েল মাদ্রিদে খেলছেন। অন্যদিকে ডেভিড আলবা গত জুলাই মাসে বায়ার্ন মিউনিখ থেকে ট্রান্সফার নিয়ে রিয়েলে এসেছেন। খবর পাওয়া গিয়েছে, তারকা ফুটবলার লুকা মদ্রিচ, অ্যান্টোনিও ব্ল্যাঙ্কো, ব্রাজিলের তারকা লেফট ব্যাক মার্সেলো সহ আরও কয়েকজন ফুটবলার এবং সাপোর্ট স্টাফের করোনা ধরা পড়েছে। একসাথে এত জন ফুটবলারের করোনা ধরা পড়ায় কার্যত অস্বস্তিতে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদ।