ভাইরাল খবর
সুখবর, এবার কোল্ড ড্রিঙ্কেই মিলবে হুইস্কির স্বাদ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হুইস্কি আর কোল্ড ড্রিঙ্ক একসাথে খেতে চান? ককটেল লাভারদের জন্য সুখবর। এবার কোল্ড ড্রিঙ্কেই মিলবে হুইস্কির স্বাদ। সম্প্রতি এক সংস্থা বাজারে নিয়ে আসছে এই চমক। তবে শুধু এই সংস্থাই নয়, জ্যাক ড্যানিয়েলসের সঙ্গে জোট বেঁধেছে আরও এক সংস্থা। যৌথভাবে জ্যাক অ্যান্ড কোক ককটেল তৈরি করছে কোকা কোলা কোম্পানি এবং ব্রাউন ফরম্যান কর্পোরেশন।
প্রস্তুতকারী সংস্থা ব্রাউন ফরম্যান কর্পোরেশনের CEO তথা প্রেসিডেন্ট লসন হুইটিং বলেন, “দুই ক্লাসিক মার্কিন আইকন এবার এক ছাতার তলায়। এর চেয়ে লোভনীয় এবং সামঞ্জস্যপূর্ণ আর কিছু হতে পারে না। রেডি টু ড্রিঙ্কের ব্র্যান্ডে ব্রাউন ফরম্যানের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। ৩০ বছর আগে এই সংস্থা জ্যাক ড্যানিয়েলস রেডি টু ড্রিঙ্ক বাজারে এনেছিল। কোকা কোলার মতো পানীয় আমাদের এই রেডি টু ড্রিঙ্কের সঙ্গে সঠিকভাবেই মানানসই। এই পার্টনারশিপ আমাদের আরও উন্নতির পথে নিয়ে যাবে।”
সংস্থার চেয়ারম্যান তথা CEO জেমস কুইন্সি এই পার্টনারশিপ প্রসঙ্গে বলেন, “আমাদের কাছে গ্রাহকদের পছন্দই সর্বাধিক গুরুত্ব পায়। ব্রাউন ফরম্যান সংস্থার সঙ্গে আমাদের এই গাঁটছড়া নিয়ে খুবই এক্সাইটেড। জ্যাক অ্যান্ড কোক বাজারে আনার জন্য আমরা প্রস্তুত।”