Jamsetji Tata: জামশেদজি টাটার জন্মদিনে আবেগঘন পোস্ট রতন টাটার
Connect with us

দেশের খবর

Jamsetji Tata: জামশেদজি টাটার জন্মদিনে আবেগঘন পোস্ট রতন টাটার

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারাবিশ্বে বিশিষ্ট শিল্পপতি হিসেবে তিনি অন্যন্য। নতুন প্রজন্মের ব্যবসায়ীদের কাছে ভারতের রোল মডেল বললেও কোনও ভুল হবে না। নাহ তিনি আর কেউ নন, বিশিষ্ট শিল্পপতি রতন টাটার কথা বলছি। পারিবারিক ব্যবসা হোক কিংবা অন্য কোনও বিষয়। সবসময় জনগণের সামনে ধরা পড়েছে উজ্জ্বল ভাবমূর্তি।

বৃহস্পতিবার জামশেদজি টাটার জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইন্সটাগ্রামে টাটা গ্রুপের প্রতিষ্ঠাতার ছবি দিয়ে একটি বার্তা পোস্ট করেছেন রতন টাটা। এছাড়াও এদিন ওই পোস্টে তিনি টাটা গ্রুপের সমস্ত কর্মচারী এবং শুভাকাক্ষীদের শুভেছা ও অভিনন্দন জানিয়েছেন।

এদিন পোস্টে তিনি লিখেছেন, ”জামশেদজি নুসেরওয়ানজি টাটা আমাদের সবার অনুপ্রেরণা। তাঁর নৈতিকতা ও মূল্যবোধ, তাঁর দৃষ্টিভঙ্গি এবং নিঃস্বার্থতা মনোভাব যা হাজার হাজার নাগরিককে মর্যাদা ও জীবিকা প্রদান করেছে।” এছাড়াও তিনি এদিন টাটা গ্রুপের প্রতিষ্ঠাতার উত্তরসূরি হিসেবে কোম্পানির সকল কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement

উল্লেখ্য, জামশেদজি নুসেরওয়ানজি টাটা ছিলেন ভারতের প্রবীণতম বিশিষ্ট শিল্পপতি। তাঁর জন্ম ১৮৩৯ সালের ৩ মার্চ। তিনি ভারতের বৃহত্তম সংস্থা টাটা গ্রুপ প্রতিষ্ঠা করেন। টাটা গ্রুপ আজ যে বিশাল সাফল্য উপভোগ করছে তা ছিল জামশেদজি টাটার অসামান্য দৃষ্টিভঙ্গি এবং মিশনের ফলাফল। শুধু তাই নয়, জামশেদজি টাটা যাকে “ভারতীয় শিল্পের পিতা” হিসাবেও বিবেচনা করা হয়।