বাংলার খবর
বাঁকুড়ার ইন্দাস থেকে উদ্ধার বিরল প্রজাতির সজারু!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিরল প্রজাতির একটি প্রাপ্তবয়স্ক সজারু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার সকালে বাঁকুড়ার ইন্দাস থানার চারিগ্রাম বাসস্ট্যান্ডের কাছে একটি বিরল প্রজাতির প্রমাণ সাইজের সজারুর উদ্ধার হয়।
প্রথমে স্থানীয় বাসিন্দারা সারা গায়ে কাটা যুক্ত একটি বিরল প্রজাতির সজারুর দেখতে পান চারিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায়। এলাকার কচিকাঁচারা অনেকেই তার পিছু করতেই সজারুটি ছুটে এসে রাস্তার নিচে সাঁকোতে লুকিয়ে পড়ে। এরপর খবর দেওয়া হয় ইন্দাস থানায়।
ইন্দাস থানার পক্ষ থেকে বনদফতরকে জানালে বনদফতরের কর্মীরা সাঁকো থেকে সজারুটিকে খাঁচা বন্দি করে। সজারুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় পাত্রসায়র বিট অফিসে। আশেপাশের গ্রামের লোকজন উৎসুক হয়ে পড়ে সজারুটিকে একবার চোখের দেখা দেখার জন্য।