বাংলার খবর
দিনহাটায় উদ্ধার বিরল প্রজাতির ইউরেশিয়ান বিটার্ন!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিরল প্রজাতির পাখি উদ্ধার হল দিনহাটার নিগাম নগরে। জানা গিয়েছে ওই পাখিটি একটি বিদেশি পাখি। যার নাম ইউরেশিয়ান বিটার্ন! সাধারণত দক্ষিণ আফ্রিকায় এই পাখি দেখতে পাওয়া যায়।
শুক্রবার এলাকার এক যুবক পাখিটিকে প্রথম দেখতে পান। তারপর লোকজনকে ডাকেন। এলাকার মানুষজন পাখিটিকে দ্ধার করে একটি ডালি দিয়ে ঢেকে রাখে। পাখিটি দেখতে মানুষের ভিড় জমে যায়। পাখিটির ঠোঁট অত্যন্ত সূচালো এবং অনেকটাই লম্বা। পাখিটির কাছে এলে ময়ূরের মতো পেখম মেলে এবং ফুলে যায়। পাখিটিকে উদ্ধার করে বনদফতরে খবর দেয় গ্রামবাসী। বনদফতরের কর্মীরা এসে পাখিটিকে নিয়ে যান।