কোলাঘাটে দেখা মিলল বিরল প্রজাতির বাঘরোলের
Connect with us

বাংলার খবর

কোলাঘাটে দেখা মিলল বিরল প্রজাতির বাঘরোলের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ :  পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বাবুয়া গ্রামে শনিবার সকাল সকাল দেখা মিলল এক বিরল প্রজাতির বাঘরোলের। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাঘের মতো দেখতে প্রায় তিন ফুটের মতো লম্বা বিরল প্রজাতির প্রাণীটি মুস্তাক হোসেনের বাড়ির মধ্যে ঢুকে পড়ে।

বাড়ির লোকজন দেখে আতঙ্কিত হয়ে পড়ে বাঘরোলটি। সঙ্গে সঙ্গেই বাড়ির লোকজন বাড়ির গ্রীলের দরজা-জানালা লাগিয়ে দেয়। বাঘরোলটি ভয় পেয়ে বাড়ির উঠোনে থাকা একটি স্কুটির মধ্যে ঢুকে পড়ে। এই খবর জানাজানি হতেই এলাকার মানুষজন বাঘ রোলটিকে দেখার জন্য ভিড় জমায়। খবর দেওয়া হয় বনদফতরকে। বনকর্মীরা এসে বাঘরোলটিকে উদ্ধার করে নিয়ে যায়। খাবারের খোঁজেই বাঘরোলটি বাড়িতে ঢুকে পড়েছিল বলেই অনুমান করছেন বন আধিকারীকরা।

Continue Reading
Advertisement