বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক রণবীর! দাম কত জানেন
Connect with us

বিনোদন

বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক রণবীর! দাম কত জানেন

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বান্দ্রায় সাগর রেশম হাউজিং সোসাইটির ১৬, ১৭, ১৮ এবং ১৯ তলা জুড়ে নতুন আস্তানা অভিনেতা রণবীর সিংয়ের। বিলাসবহুল এই আবাসনে থাকবে ১৯টি গাড়ি পার্ক করার জায়গাও। ব্যান্ডস্ট্যান্ডের বিজে রোড রণবীরের নতুন ঠিকানা। এই ফ্ল্যাটে বসেই উপভোগ করা যাবে আরব সাগরের সৌন্দর্য। রণবীরের প্রতিবেশী হবেন শাহরুখ খান ও সলমন।

সাগর রেশম আবাসিক টাওয়ারে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন রণবীর সিং। এখান থেকে তাঁরা ব্যান্ডস্ট্যান্ড ও আরব সাগরের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। জানা গিয়েছে, রণবীরের সঙ্গে এই ফ্ল্যাটটি কিনেছেন তাঁর বাবা জগজিৎ সুন্দরসিং ভবনানী। ওহ ফাইভ ওহ মিডিয়া এলএলপি নামে একটি প্রতিষ্ঠান চালান বাবা-ছেলে। ৮ জুলাই এই ফ্ল্যাটটি কেনার জন্য চুক্তিপত্রে সই করেন তাঁরা।

তবে জানেন কি রণবীর-দীপিকার এই নতুন ফ্ল্যাটের দাম কত? নতুন এই আস্তানার দাম ১১৯ কোটি টাকা। এই সম্পত্তির কার্পেট এলাকা ১১, ২৬৬ বর্গফুট। আলাদা করে টেরেস রয়েছে ১৩০০ বর্গফুট জুড়ে। এটি কিনতে মোট ১১৮.৯৪ কোটি টাকা দিতে হয় হয় রণবীর এবং তাঁর বাবাকে। স্ট্যাম্প ডিউটির জন্য খরচ পড়েছে ৭.১৩ কোটি টাকা।

Advertisement