অর্থনীতির বেহাল দশার মধ্যেই ঘোষিত হল দ্বীপরাষ্ট্রের নতুন প্রধানমন্ত্রীর নাম
Connect with us

আন্তর্জাতিক

অর্থনীতির বেহাল দশার মধ্যেই ঘোষিত হল দ্বীপরাষ্ট্রের নতুন প্রধানমন্ত্রীর নাম

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৈদেশিক ঋণের দায়ে দেউলিয়া। অর্থনীতির বেহাল দশায় বিপর্যস্ত গোটাদেশ। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ সরকার। জনগণের চাপের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন মাহিন্দা রাজাপাক্ষে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে দ্বীপরাষ্ট্রের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করল লঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে।

ঋণের দায়ে দেউলিয়া হয়ে দেশের পরিস্থিতি ক্রমে জটিল হয়েছে। রাজধানী কলম্বোয় হিংসা দমনে মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী। রাস্তায় রাস্তায় সেনার টহল চলছে। মোতায়েন করা হয়েছে সাঁজোয়া গাড়িও। সেই পরিস্থিতিতে রনিল বিক্রমসিংঘেই (Ranil Wickremesinghe) ফের শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন।

বৃহস্পতিবার সন্ধ্যাতেই শপথ নিচ্ছেন ইউএনপি দলের সুপ্রিমো, এমনটাই খবর। প্রসঙ্গত, অতীতে চার বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। বুধবারই রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আর সেই কথা মতোন এদিন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হল।

Advertisement

আরও পড়ুন: ক্ষুধার আগুনে জ্বলছে লঙ্কা, সেনাকে বিশেষ ক্ষমতা স্বরাষ্ট্রমন্ত্রকের

প্রসঙ্গত, দেনার দায়ে বিপর্যস্ত শ্রীলঙ্কার অর্থনীতি। জ্বালানি-বিদ্যুৎ না থাকায় ১৩/১৪ ঘণ্টা নয়, গোটা দিনই লোডশেডিং-এ ডুবে রয়েছে ভারতের প্রতিবেশী এই দ্বীপরাষ্ট্র। পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ সরকার এরই প্রতিবাদে মাহিন্দার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন বিরোধীরা। প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ।

প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে নিস্তার নেই। প্রতিবাদের আগুনে জ্বলছে গোটাদেশ। ছাড় পাচ্ছেন না শ্রীলঙ্কার নেতা-মন্ত্রীরা। জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাঁদের বাড়ি। এমনকি জনতার সঙ্গে সংঘর্ষে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন শ্রীলঙ্কার এক মন্ত্রী।
পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারী জনতাকে যেকোনও মুহুর্তে গ্রেফতার,গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে শ্রীলঙ্কার সেনাকে। মঙ্গলবার এই বিশেষ ক্ষমতা প্রদানের কথা ঘোষণা করেছে শ্রীলঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রক।

Advertisement

আরও পড়ুন: করোনার বিস্তার নিয়ে ফের উদ্বেগ, বন্ধ জনজীবন

সরকারি সম্পত্তি নষ্ট করা,আগুন জ্বালিয়ে দেওয়া-পাথর ছোঁড়ার মতো ঘটনা ঘটলে দেশের সেনাবাহিনী, নৌসেনা এবং বায়ুসেনা বিক্ষিপ্ত জনতার উপর গুলি চালাতে পারবে এবং বিক্ষোভকারীদের আটক করতে পারবে। মঙ্গলবারই শ্রীলঙ্কার সরকারি তরফে দেশের তিনবাহিনীকে বিশেষ এই ক্ষমতা দেওয়া হয়েছে। সরকারি বিরোধী ক্ষোভ-বিক্ষোভে ইতিমধ্যে রাজধানী কলম্বো সহ দেশের বিভিন্ন প্রান্তে আহত হয়েছেন অন্তত ২৫০ জন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.