বাংলার খবর
রানিগঞ্জে ডকাত দলের সঙ্গে পুলিশের গুলির লড়াই! জখম তিন, গ্রেফতার ৪

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল আসানসোলে। রবিবার রাতে আসানসোলের রানিগঞ্জ থানার রামবাগান এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই সশস্ত্র ডাকাত দলের সঙ্গে গুলির লড়াই শুরু হয়।
প্রতিবেশীরা বাড়ির বাইরে চলে আসেন। ডাকাত দল পালাতে শুরু করলে, পুলিশও গুলি চালায়।খবর পেয়ে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার এন সুধীর কুমার নীলকান্তমের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছায়। শুরু হয় এলাকা জুড়ে তল্লাশি। জানা গিয়েছে, এরপরই ডাকাত দলের গুলিতে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এরমধ্যে একজন পুলিশ ও দু’জন এলাকার বাসিন্দা রয়েছেন। পুলিশ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে।
রবিবার রাতে স্থানীয় রামবাগানের বাসিন্দা তথা ব্যবসায়ী সুন্দর ভালোটিয়ার বাড়িতে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। এই প্রসঙ্গে পুলিশ কমিশনার জানিয়েছেন, ডাকাত দলের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এক ব্যাগ বোমা ও বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। ব্যবসায়ীর এক আত্মীয় জানিয়েছেন, রাতে ডাকাতরা বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়েছিল। তাদের মধ্যে ৪ জন মহিলাদের কাছে গিয়ে মোবাইল ফোন কেড়ে নেয়। তারমধ্যেই একজন মহিলা প্রতিবেশীকে ফোন করে দিয়েছিলেন। পুলিশ পৌঁছনোর পরই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।