বাংলার খবর
প্রবল বৃষ্টিতে রংপোয় ধস, শিলিগুড়ির সঙ্গে সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকদিন ধরেই পাহাড়ে টানা বৃষ্টি হচ্ছে। এই প্রবল বৃষ্টিতে সিকিমের রংপোর বিশ মাইলে আবারও ধস নামল। বুধবার সকালেই ধস নামে। ফলে উত্তরবঙ্গের সঙ্গে সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে সিকিমে বেড়াতে যাওয়া পর্যটকরাও আটকে পড়েছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রংপোর ধসের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে ধসের মধ্যে আটকে পড়েছে একটি গাড়ি। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন পর্যটক থেকে শুরু করে তাঁদের পরিবারের লোকজন। আটকে পড়া পর্যটকরা কী করে বাড়ি ফিরবেন, তা বুঝেই উঠতে পারছেন না।
এই ধসের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে সিকিমের জনজীবন। পাহাড়ে গত কয়েকদিন ধরে টানা বর্ষণে সিকিমের অনেক জায়গাতেই ধস নেমেছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আগামী পাঁচদিন চলতে পারে বৃষ্টি। যার জন্য ইতিমধ্যেই সিকিম জুড়ে লাল সর্তকতা জারি করা হয়েছে। যদিও গত চার দিন ধরেই সিকিম জুড়ে ধস নামার আশঙ্কা করা হচ্ছিল। সেই জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাত থেকে অতিবর্ষণেই সেই আশঙ্কা সত্যি হল।
এই ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার সকাল থেকেই দফায় দফায় ধস নামায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের দশ মাইলের ১০ নম্বর জাতীয় সড়ক। এটাই সিকিমের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগের সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা। সেই রাস্তায় ধস নামায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। আটকে পড়েছে বহু পর্যটকের গাড়ি। সিংথাম, গ্যাংটকের সঙ্গেও সিকিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বোরাথাং, তেমি, তারকুরের রাস্তাতেও ধস নেমেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত ধস সরানোর কাজ চলছে।
শুধু মাত্র সিকিমি নয়, প্রবল বর্ষণে ধসের আশঙ্কা জারি হয়েছে দার্জিলিং ও কালিম্পঙেও। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, প্রবল বর্ষণের জেরে তিস্তা, জলঢাকা, তোর্সা নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। সেইসঙ্গে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা গুলোতে যে কোনও মুহূর্তে ধস নামতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।