বিনোদন
রণবীর কাপুরের স্বপ্নপূরণ ‘ব্রহ্মাস্ত্র’র মাধ্যমে !

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : বর্তমান যুগের বললি তারকাদের মধ্যে রণবীর কাপুর বেশ জনপ্রিয়। ঋষি কাপুর ও নিতু সিংয়ের পুত্র রণবীর তাঁর অভিনয় দক্ষতার প্রমান দিয়েছেন বেশ কয়েকটি ছবির মধ্য দিয়ে। যতই হোক কাপুর বংশের রক্ত বইছে তাঁর শরীরে। বেশ কিছু দিন ধরে মহেশ ভাটের কন্যা আলিয়ার সঙ্গে রণবীরের নাম জড়িয়েছে। তাঁদের প্রেম-বিষয়টি বেশ জনপ্রিয় নেট দুনিয়ায়।
মাঝে মধ্যেই তাঁদের বিভিন্ন পোস্ট দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি শোনা যাচ্ছে যে এই জুটি খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছে। কিন্তু রণবীরের একটি বিশেষ আশা পূর্ণ হতে চলেছে কিছুদিনের মধ্যেই। কী সেই স্বপ্ন, যা পূরণ হচ্ছে? রণবীরের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন নায়িকা অভিনয় করেছেন। এঁদের মধ্যে কিছুজনের সঙ্গে সম্পর্কেও জড়িয়েছেন কাপুর বংশের এই সন্তান। কিন্তু বেশি দিন সেই সব সম্পর্কের স্থায়িত্ব হয়নি। কিন্তু আলিয়ার সঙ্গে কোনও দিন কোনও ছবিতে অভিনয় করেননি রণবীর কাপুর। কিন্তু তাঁদের সম্পর্ক এখনও অটুট। খুব তাড়াতাড়ি এক হবেন এই জুটি। কিন্তু এই জুটিকে প্রথম দেখা যাবে পর্দায়। এই বছরের সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’।
এই ছবিটির পরিচালনায় আছেন অয়ন মুখোপাধ্যায়। এই ছবি নিয়ে অনেকেরই কৌতূহল। আর সেই কারণে ছবির নায়ক কিছু কথা বলেছেন ছবি নিয়ে। পাঁচ বছর ধরে এই ছবি তৈরির কাজ চলছে। ছবিটি অ্যাকশন-ড্রামা ঘরানার। ছবির মূল চরিত্রের নাম শিবা। শিবা একজন ডিস্ক জকি। কিন্তু তাঁর মধ্যে আছে বেশ কিছু অতিপ্রাকৃত ক্ষমতা। শিবা চরিত্রের বিপরীত চরিত্রটির নাম ঈশা অর্থাৎ আলিয়া। এর মধ্যেই নেটে আসা ছবির ঝলকে দেখা গিয়েছে আলিয়া-রণবীরকে। রিয়েল লাইফে যে উষ্ণতা তাঁদের সম্পর্কে বর্তমান আশা করা যায় তার ছোঁওয়া এই রিল লাইফেও অনুভূত হবে।