বাংলার খবর
Ranaghat Rape : আদালতের রায় নাবালিকা ধর্ষণ মামলায় ৭ বছরের কারাদণ্ড
ভিডিও কল সাক্ষ্য গ্রহণে নয়া দৃষ্টান্ত এই মামলার সমাধানে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশের এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার সাহায্যে নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
বেঙ্গল এক্সপ্রেস: রানাঘাট আদালতে এক যুগান্তকারী রায়ে ২০২০ সালে নাবালিকা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত সুকুমার বিশ্বাসকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রামনগর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় অভিযুক্ত সুকুমারকে রানাঘাট মহিলা থানার পুলিশ প্রথমে আটক করলেও অভিযোগকারী ও ভুক্তভোগী নাবালিকার পরিবার বাংলাদেশে চলে যাওয়ার কারণে মামলাটি দীর্ঘদিন ঝুলে ছিল।
ভিডিও কল সাক্ষ্য গ্রহণে নয়া দৃষ্টান্ত এই মামলার সমাধানে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশের এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার সাহায্যে নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এরফলে এই প্রথম রানাঘাট আদালতে ভিডিও কলে সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা করা হয়। আদালতে নাবালিকার পরিবারের সাক্ষ্য গ্রহণের পাশাপাশি ১১ জন সাক্ষীর বিবৃতি নেওয়ার পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়।
বিচারে নতুন পথ, বুধবার রানাঘাট আদালত সমস্ত তথ্য ও সাক্ষ্যের ভিত্তিতে সুকুমার বিশ্বাসকে ৭ বছরের কারাদণ্ড ঘোষণা করে। রানাঘাট আদালতের এই পদক্ষেপ মামলার বিচারে প্রযুক্তির ব্যবহারকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
আরোও পড়ুন – মুম্বই উপকূলে লঞ্চডুবি: এখনও পর্যন্ত ২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে