বিনোদন
প্রেমিক নিয়ে টানাটানি, ‘হুমকি’র মুখে ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নতুন করে প্রেমে মজেছেন বলিউডের ‘মির্চি গার্ল’ রাখি সাওয়ান্ত। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নতুন প্রেমিক আদিল ডুরানিকে প্রকাশ্যে আনেন তিনি। ভিডিও কলে আদিলের সঙ্গে সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন। নতুন প্রেমিকের মধ্যে প্রকৃত ভালোবাসা খুঁজে পেয়েছেন বলেও জানিয়েছেন এই ড্রামা কুইন। আদিল এবং তাঁর বোন মিলে রাখিকে বিলাসবহুল গাড়িও উপহার দিয়েছেন। এখন প্রাক্তন স্বামী রীতেশের নামের ট্যাটু মুছে, নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন রাখি।
আরও পড়ুন: ফের বদল আবহাওয়ায়, রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা
তবে এর মধ্যেই ঘটল বিপত্তি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি জানিয়েছেন, আদিলের প্রাক্তন প্রেমিকা রোশিনা দেলাভারি রাখিকে ফোন করে হুমকি দিয়েছেন। আদিলের প্রাক্তন তাঁকে বলেছেন, ‘আমরা ৪ বছর ধরে সম্পর্কে ছিলাম। আদিলের থেকে দূরে থাকুন আপনি!’
এদিকে রাখি সাওয়ান্তের সাফ কথা, ‘আদিল শুধু তাঁর। রোশিনা কী কী বলেছে, তাতে আমার কিছু যায় আসে না, আদিলের বর্তমান আমিই। প্রাক্তন রোশিনা। আমি ও আদিল খুব তাড়াতাড়ি বিয়েও করব।’