বাংলার খবর
প্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে এক ঘণ্টা মুলতুবি রাজ্যসভা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিবার প্রয়াত হয়েছেন সুর-সম্রাজ্ঞী তথা ভারতরত্ন লতা মঙ্গেশকর। তাঁকে বলা হত সঙ্গীতের সরস্বতী। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সারা দেশ তথা সারা বিশ্ব। ২৭ দিন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কয়েকদিন পর ৯২ বছর বয়সে প্রয়াত হন কিংবদন্তি এই গায়িকা।
তাঁর প্রয়াণে বিভিন্ন মহল থেকে শোক বার্তা আসতে থাকে। ভারত সরকার লতা মঙ্গেশকরের মৃত্যুতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। গতকাল মুম্বইয়ের শিবাজী পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। লতা মঙ্গেশকরের শেষকৃত্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনেকেই শ্রদ্ধা নিবেদন করেছেন। এবার লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানাল রাজ্যসভা। রাজ্যসভার সভাপতি বেঙ্কাইয়া নাইডুর সভাপতিত্বে এক মিনিট নিরাবতা পালন করা হয় এবং এক ঘণ্টার জন্য রাজ্যসভা মুলতুবী করে দেওয়া হয়। লতা মঙ্গেশকরের ছবিতে ফুল-মালা দিয়ে শ্রদ্ধা জানান সবাই। ১৯৯৯ সাল থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন লতা মঙ্গেশকর। যদিয় তিনি একদিনও সংসদে উপস্থিত হননি।