দেশের খবর
রাজীব কুমারের পদোন্নতি! পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি পদমর্যাদা পেলেন প্রাক্তন পুলিশ কমিশনার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুক্রবারই কলকাতার নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েছেন বিনীত গোয়েল। একই দিনে রাজ্য পুলিশের একাধিক আধিকারিকের পদোন্নতি হল। পদোন্নতি হল প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি পদমর্যাদার অফিসার করা হল তাঁকে।
শুক্রবার নবান্ন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে অতিরিক্ত ডিজি পদ থেকে রাজীব কুমারকে ডিজি পদে উন্নীত করার কথা ঘোষণা করা হয়েছে। বর্তমানে তিনি রাজ্যের তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিবের দায়িত্ব পালন করছেন। ডিজি পদমর্যাদা দেওয়া হলেও আইপিএস অফিসার রাজীব কুমারকে নতুন কোনও দায়িত্ব দেওয়া হবে কি না, তা অবশ্য জানানো হয়নি। কলকাতা পুলিশের কমিশনার থাকাকালীন একাধিক বিতর্কে নাম জড়িয়েছিল রাজী কুমারের। ২০১৯ সালে সারদা মামলায় অভিযুক্ত হয়ে তাঁর বিরুদ্ধে তদন্তে নেমে তাঁর বাসভবনে হানা দিয়েছিল সিবিআই। সে সময় কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিনও নিতে হয়েছিল রাজীব কুমারকে।
এই ঘটনার প্রতিবাদে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতভর ধর্মতলায় ধরনায় বসেছিলেন। সিবিবাইয়ের দাবি ছিল, সারদা মামলার বহু তথ্য প্রমান লোপাট করেছিলেন রাজীব কুমার। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে শিলঙে গিয়েও তাঁকে জেরা করেছিল সিবিআই। এরপর ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে রাজীব কুমারকে তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিব করা হয়। যদিও রাজীব কুমারের পাশাপাশি আরও পাঁচ জন ডিআইজি পদমর্যাদার আইপিএস অফিসারকে আইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে আইজি পদ থেকে এডিজি পদে উন্নীত করা হয়েছে। ডিআইজি পদে কর্তব্যরত আইপিএস ঋষিকেশ মীনা পেলেন আইজিপি পদ।
এডিজি ব়্যাঙ্কে দায়িত্বরত সঞ্জয় মুখোপাধ্যায় পেলেন ডিরেক্টর জেনারেল ব়্যাঙ্ক। শিলিগুড়িতে এসপি পদমর্যাদার দুই আধিকারিকেরও পদোন্নতি করা হয়েছে। শিলিগুড়ির এসআরপি পদে থাকা আইপিএস আবাদেশ পাঠক যাদবপুর ডিভিশনের ডিসি, এসএসডি হচ্ছেন। শিলিগুড়ির পুলিশ সুপার যশপ্রীত সিং শিলিগুড়ির এসআরপি হচ্ছেন। যাদবপুর ডিভিশনের ডিসি পদ থেকে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি হচ্ছেন রশিদ মুনীর খান। ডিআইজি সিভিল ডিফেন্স পদে কর্মরত আইপিএস মিতেশ জৈন হচ্ছেন আইজিপি সিভিল ডিফেন্স। ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জে কর্তব্যরত আইপিএস সুনীল কুমার চৌধুরী হচ্ছেন বাঁকুড়ার রেঞ্জের আইজিপি। ডিআইজি, সিআইএফ আইপিএস সব্যসাচী রমণ মিশ্র হচ্ছেন আইজিপি সিআইএফ। ওসিডব্লু পদ থেকে আইপিএস পারুল রুশ জৈন হচ্ছেন আইজিপি ট্রাফিক।
এছাড়াও মালদহের নতুন পুলিশ কমিশনার হলেন অমিতাভ মাইতি। মালদহের ডিআইডি হলেন অলোক রাজোরিয়া। আলিপুরদুয়ারের নয়া পুলিশ সুপার হলেন ওয়াই রঘুবংশী। জলপাইগুড়ি জেলার নয়া পুলিশ সুপার হলেন ভোলানাথ পাণ্ডে। কালিম্পঙে নয়া পুলিশ সুপার হলেন অপরাজিতা রাই। রাজ্যপুলিশের এসটিএফ-র ডিসি হলেন হরিকৃষ্ণ পাই, রাজ্য ট্রাফিক পুলিশের ডিআইজি হলেন সুকেশ কুমার জৈন। কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার হলেন প্রবীণ কুমার ত্রিপাঠী।