মন্ত্রী পুত্রের অভব্য আচরণ, নিরপেক্ষ তদন্তের দাবি তুললেন রাজীব বন্দ্যোপাধ্যায়
Connect with us

দেশের খবর

মন্ত্রী পুত্রের অভব্য আচরণ, নিরপেক্ষ তদন্তের দাবি তুললেন রাজীব বন্দ্যোপাধ্যায়

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মনের পুত্র প্রতীককিশোর দেববর্মনের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় সংসদ সদস্যদের সঙ্গে অভব্য আচরণের এবার তীব্র নিন্দা করলেন ত্রিপুরায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনাকে অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বলার পাশাপাশি ত্রিপুরার বিজেপি নেতৃত্বকেও একহাত নিয়েছেন তিনি।

শুক্রবার বেঙ্গল এক্সপ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমার অবাক লাগছে। অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। যারা নিজেদের ত্রিপুরার মানুষের ধারক ও বাহক বলেন, যারা ত্রিপুরার প্রশাসনিক কর্তা-ব্যক্তি, তাদের সন্তানরা এইভাবে মদ্যপ অবস্থায় এক পাঁচতারা হোটেলে ঢুকে পানশালা থেকে নেশাগ্রস্ত হয়ে যে ধরনের বেলেল্লাপনা করেছেন, তাতে ত্রিপুরার মানুষের মাথা হেঁট হয়ে গিয়েছে। সবথেকে বড় কথা, এমন সময় ঘটনাটা ঘটেছে যে সময় পার্লামেন্ট কমিটি ও স্ট্যান্ডিং কমিটির সদস্যরা সেখানে রয়েছেন। সেই সদস্যদের মধ্যে দ্বিগবিজয় সিং ও তাঁ লোকেদের সঙ্গে অভদ্রতা করা হয়েছে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে অভব্যতা করা হয়েছে। প্রশাসনিক কর্তা-ব্যক্তিদের সঙ্গে সভ্যতা করা হয়েছে।

এমনকি হোটেলের কর্মী ও নিরাপত্তারক্ষীদের মারধর পর্যন্ত করা হয়েছে। বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে হুমকি দেয়া হয়েছে, যে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছে, একের পর এক কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করেছে, এটা আমার কাছে অত্যন্ত দুঃখের এবং বেদনাদায়ক।’

Advertisement

এরপরই ত্রিপুরায় বিজেপি নেতৃত্ব ও মন্ত্রীদের আক্রমণ করে রাজীব বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেছেন। তিনি বলেছেন, ‘একজন জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্তা-ব্যক্তির ছেলে হয়ে নিজেকে কী মনে করেছেন, আইনের ঊর্ধ্বে? বিচারব্যবস্থার ঊর্ধ্বে? আমি জানি না এর কী বিচার হবে! ত্রিপুরাবাসী নিশ্চিতভাবে অত্যন্ত মর্মাহত, লজ্জিত হয়েছে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক। এর একটা বিচার যেন হয়। গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’ গোটা ঘটনার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং ত্রিপুরা তৃণমূল কংগ্রেস।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.