কাঠফাটা গরমের মধ্যেই বাড়ি-বাড়ি খাবার ডেলিভারি, তারপর যা হল...
Connect with us

ভাইরাল খবর

কাঠফাটা গরমের মধ্যেই বাড়ি-বাড়ি খাবার ডেলিভারি, তারপর যা হল…

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কথায় বলে ‘কষ্ট করলে কেষ্ট মেলে’। বাংলায় প্রচলিত এই প্রবাদটি কতখানি সত্য তা হলফ করে বলা অসম্ভব। তবে ইচ্ছা থাকলে যে উপায় হয় তা ফের প্রমাণ হল নেটদুনিয়ায়। ঠিক কী হয়েছে? বিষয়টি জানতে আপনাকে অবশ্যই পড়তে হবে পুরো প্রতিবেদনটি।

সম্প্রতি একটি ফুড ডেলিভারি বয়ের ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে নেটপাড়ায়। 

ভাইরাল ওই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বছর ১৮-এর আদিত্য শর্মা। সেখানে দেখা গিয়েছে, অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা ‘Zomato’এর খাবার ডেলিভারি করেন দুর্গা মিনা নামের মধ্যবয়স্ক এক ব্যক্তি। এখানে তাঁর জীবনের চরাই উতরাই নিয়ে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন: বিরল প্রজাতির অ্যালবিনো ক্যাঙ্গারুর দেখা মিলল, ছবি ঘিরে তুমুল হইচই সোশ্যাল মিডিয়ায়

Advertisement

ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, দুর্গা মিনা তাঁর সাইকেলে করে গ্রীষ্মের এই প্রখর রোদকে উপেক্ষা করে বাড়ি-বাড়ি গিয়ে খাবার দিয়ে আসার কাজ করছেন। কাটফাটা গরমে মাঝেমধ্যেই ছায়া জায়গায় সাইকেল দাঁড় করিয়ে একটু জিরিয়ে নিচ্ছেন তিনি। রুটি-রুজির টানে তাঁর এই অদম্য পরিশ্রম দেখে মর্মাহত হয় নেটপাড়ার বাসিন্দারা। তারপর ওই ডেলিভারি বয়ের সঙ্গে যা করা হল তা এককথায় অনবদ্য।

আরও পড়ুন: কাঁচাবাদামের সুরে রমজানের গান, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার জনপ্রিয় ইউটিউবার

ভাইরাল ওই ভিডিয়ো থেকে আরও জানা গিয়েছে, দুর্গা মিনার প্রতিদিনের এই কষ্ট দেখে তা লাঘব করার জন্য অভিনব পন্থা বাছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ার দৌলতে অনলাইনে দুর্গা মিনার জন্য অর্থ সংগ্রহ করতে থাকেন তাঁরা। এরপর সেই টাকা দিয়েই একটি বাইক কিনে তাঁর হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়। ফুড ডেলিভারি করতে সাইকেলের বদলে বাইক হাতে পাওয়ায় আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। শো-রুমের মধ্যেই যারা তাঁকে এই বাইক কিনে দিতে সাহায্য করেছেন তাঁদের ধন্যবাদে ভরিয়ে দেন তিনি।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.