বিনোদন
রাজ-শুভশ্রী রোমান্সে মত্ত ! ভাইরাল হল গোপন মুহূর্ত
বর্তমানের টলিপাড়ার অন্যতম তারকা দম্পতি পরিচালক ‘রাজ চক্রবর্তী’ (Raj Chakraborty) এবং অভিনেত্রী ‘শুভশ্রী গাঙ্গুলী’ (Shubhashree Ganguly)। বিয়ের পর সংসার করার পাশাপাশি, চুটিয়ে একই ছবিতে কাজও করছেন তারা

ডিজিটাল ডেস্ক : বর্তমানের টলিপাড়ার অন্যতম তারকা দম্পতি পরিচালক ‘রাজ চক্রবর্তী’ (Raj Chakraborty) এবং অভিনেত্রী ‘শুভশ্রী গাঙ্গুলী’ (Shubhashree Ganguly)। বিয়ের পর সংসার করার পাশাপাশি, চুটিয়ে একই ছবিতে কাজও করছেন তারা। তাদের যৌথ প্রয়াসের দ্বারাই দর্শকমহলে আসছে একের পর এক নতুন সিনেমা। একদিকে যেমন শুভশ্রী গাঙ্গুলীর দক্ষ অভিনয় ঘায়েল তার অনুরাগীরা, ঠিক সেরকম ভাবেই রাজ চক্রবর্তীর পরিচালনা নিয়েও নতুন করে কিছু বলার নেই।
বর্তমানে এক সন্তানের বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি। কাজ, সংসার ছেলে সবকিছুই একাধারে সামলে যাচ্ছেন তারা। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজেদের নানান কাহিনী তুলে ধরেছেন অনুরাগীদের উদ্দেশ্যে। সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় শুভশ্রী ও তার স্বামী রাজ চক্রবর্তীর এমনই এক অন্তরঙ্গ মুহূর্ত ব্যাপক ভাইরাল (viral) হল।
শুভশ্রীর এক ছবিতে দেখা গেছে আলো আধারির খেলায়, স্বামী রাজ চক্রবর্তীকে জড়িয়ে ধরে আছে শুভশ্রী গাঙ্গুলী। অন্যদিকে স্ত্রীকেও জড়িয়ে রয়েছে রাজ! বাড়ির কনো একটা অন্ধকার দিকে এই ছবিটি তারা ক্যামেরাবন্দি করেছে। যেখানে অভিনেত্রী পরনে ছিল একটি স্লিভলেস ওয়ান পিস এবং একটি কালো পোশাক পরেছিল রাজ।
আরও পড়ুন – একফোঁটা অহংকার নেই গায়ক ‘অরিজিৎ সিং’-এর ফের গর্বে চোখে জল ভক্তদের
আরও পড়ুন – হাতির দাঁতে বসে ছবি তুললেন যুবক, শেষটা জানলে অবাক হবেন
এই ছবিটি ইনস্টাগ্রামে তুলে ধরার পাশাপাশি অভিনেত্রী ক্যাপশন জুড়েছিলেন, ফিরতি শেডস অফ গ্রে’-এর বিখ্যাত গান ‘লাভ মি লাইক ইউ ডু”। স্বাভাবিকভাবেই তারকা দম্পতির এরূপ অন্তরঙ্গ মুহূর্ত দেখে, নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। নানান প্রশংসা মূলক মন্তব্য এসেছে এই বিবাহিত দম্পতিদের দিকে।