বাংলার খবর
শীঘ্রই মুক্তি পাবে রাজ চক্রবর্তীর ছবি ‘হাবজি গাবজি’ ও ‘ধর্মযুদ্ধ’

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা অতিমারির কারণে থমকে গিয়েছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। টলিউড হোক বা বলিউড, বারবার পিছিয়ে যাচ্ছে ছবি রিলিজের ডেট। বাংলার সফল পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তীর ছবি ‘ধর্মযুদ্ধ’ এই বছরের শুরুতেই মুক্তি পাওয়ার কথা ছিল।
কিন্তু সেই সময়ই ঊর্ধ্বমুখী হয় করোনার সংক্রমণ। নিজেও করোনা আক্রান্ত হয়ে পড়েন রাজ চক্রবর্তী। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে বেশিরভাগ সিনেমা হলগুলো বন্ধ ছিল। তাই ছবির রিলিজ ডেট পিছিয়ে দেন পরিচালক প্রযোজক রাজ। এই ছবির গল্প একটু অন্যরকম। বর্তমান সময়ে ভালোবাসা ভুলে কীভাবে কিছু মৌলবাদী লোকজন হিংসা হানাহানিতে মেতে উঠেছে সেই ছবিই তুলে ধরা হয়েছে ছবির ট্রেলারে। ‘হিন্দু-মুসলমান’ আর ‘একই বৃন্তে দুটি কুসুম’ নেই, একে অপরকে শেষ করার নেশায় মেতে উঠেছে। এই পরিস্থিতিতে ছবির ট্রেলারে শান্তির দূত হিসাবে দেখা মিলেছে ‘আম্মি’র। ধর্ম ভুলে তিনি সকলের বিপদে আশ্রয়দাতা হিসাবে দেখা দিয়েছেন। বোঝানোর চেষ্টা করেছেন এমনটা চলতে থাকলে এই পৃথিবীতে আর মানুষ নয়, শুধু মন্দির আর মসজিদই থাকবে। আসলে ধর্মের হানাহানিকে হারিয়ে প্রেমের বার্তাই দিতে চেয়েছেন পরিচালক। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সপ্তর্ষি মৌলিক, পার্ণো মিত্র ও সোহম চক্রবর্তী। সম্প্রতি তিনি ঘোষণা করলেন ধর্মযুদ্ধ ছবির মুক্তির দিন।
তবে একটি নয়, রাজ-শুভশ্রীর ফ্যানেদের জন্য রয়েছে ডবল ধামাকা। কারণ এবছরেই সিনেমা হল কাঁপাতে আসছে ‘হাবজি গাবজি’। ‘হাবজি গাবজি’ ছবির গল্প খুবই সাধারণ। বাবা-মা চাকরি নিয়ে ব্যস্ত, সন্তানকে সময় দেওয়ার অবকাশ নেই। তাকে ভোলাতে হাতে মোবাইল দিয়ে বিপদ ডাকছেন না তো? সেই প্রশ্নই উসকে দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী তাঁর ‘হাবজি গাবজি’ ছবিতে। মিস্টার অ্যান্ড মিসেস বসু দু’জনেই ব্যস্ত। বেড়ে ওঠার এই বয়সে সন্তানকে দেওয়ার মতো সময় তাঁদের কাছে নেই। বাড়িতে থাকা ছোট্ট তিপুর ভরসা মোবাইল আর গেম। বাবা-মা কাউকেই কাছে না পেয়ে একাকীত্ব ক্রমাগত শিশু মনকে গ্রাস করে।
মিস্টার অ্যান্ড মিসেস বসু দু’জনেই চাকরি করায় অর্থনৈতিক সমস্যা নেই, বাড়ি-গাড়ি সবই আছে। ছোট্ট সন্তানকে খুশি রাখতে নতুন মোবাইল, নতুন ভিডিও গেম সবই এনে দেন তাঁরা। কিন্তু ধীরে ধীরে নিজেদের অজান্তেই যে বাড়িতে বিষ ঢোকাচ্ছেন, তা তাঁদের জানা ছিল না। অত্যাধিক মোবাইল ফোনের ব্যবহার শিশুমনে কতটা ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে তা নিয়েই হাবজি গাবজির গল্প। তবে পরিচালক আশা করছেন ছবিটি দর্শকের দৃষ্টি আকর্ষণ করবে। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ২০১৯ সালে এই ছবির ঘোষণা করেছিলেন রাজ চক্রবর্তী। ট্রেলার মুক্তি পেয়েছিল ২০২০ সালের ভ্যালেন্টাইনস ডে-তে। এরপর করোনার কারণে দীর্ঘদিন আটকে ছিল ছবি। চলতি বছরের ৩ জুন মুক্তি পেতে চলেছে ‘হাবজি গাবজি’ ও স্বাধীনতা দিবসের প্রাককালে ১২ অগাস্ট মুক্তি পাবে ‘ধর্মযুদ্ধ’।