আবার বৃষ্টির ভ্রূকুটি! কী বলছে আবহাওয়া দফতর!
Connect with us

বাংলার খবর

আবার বৃষ্টির ভ্রূকুটি! কী বলছে আবহাওয়া দফতর!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : বাংলায় মোট ছ’টি ঋতু- গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। কিন্তু এ বছরে বর্ষা যেন পিছুই ছাড়তে চাইছে না। সারা বছর ধরেই চলছে বৃষ্টি। কিছুদিন আগে সরস্বতী পুজোর সময়ও পিছন ছাড়েনি এই বৃষ্টি।

আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুরে আবহাওয়া দফতর। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হবে বৃষ্টি। শনিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় শুক্রবারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতে ও ভোরে বাতাসে এখনও একটু শীতের আমেজ অনুভূত হয়। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রীষ্ম যে আসন্ন, তা ভালোই বোঝা যাচ্ছে।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রী সেলসিয়াস ছিল। যা স্বাভাবিক। দক্ষিণ বঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরুর সম্ভাবনা আছে। কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে শুক্রবার। এর পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে বৃহস্পতি ও শুক্রবার। শনিবারেও বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisement