Uncategorized
ফের বৃষ্টির ভ্রূকুটি! সরস্বতী পুজোতেও পিছু ছাড়বে না বৃষ্টি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হঠাৎ করেই শীতের দাপটে কাবু কলকাতা থেকে জেলা। এক ধাক্কায় পারদ নেমেছিল প্রায় ৩ থেকে ৪ ডিগ্রী সেলসিয়াস। কিন্তু এই শীতের দাপট থেকে মুক্তি পেতে চলেছে মানুষ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে বৃষ্টি হতে পারে জেলাগুলোতে।
উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজ থেকেই বৃষ্টির পূর্বাভাস আছে। দার্জিলিং, কালিম্পং, অলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস আছে। দার্জিলিং ও কালিম্পঙে হতে পারে শিলাবৃষ্টি। বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই হবে বৃষ্টি। বৃষ্টির পরিমান বাড়বে ৪ ফেব্রুয়ারি থেকে। বেশ কিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে। বৃষ্টির দাপট থাকবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই বৃষ্টির দরুন বাড়বে তাপমাত্রাও। ৩ থেকে ৪ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এর সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সমানভাবে আছে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার হালকা বৃষ্টি হবে যে সকল জেলাগুলিতে সেগুলি হলো – উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতা। পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নাদিয়া ও বীরভূমেও আছে হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে ৪ ফেব্রুয়ারি থেকে বাড়বে বৃষ্টির পরিমান। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৫ ফেব্রুয়ারি থেকে কমবে বৃষ্টির দাপট। এই বৃষ্টির কারণেই কমবে তাপমাত্রা। সকালের দিকে থাকবে কুয়াশা। বৃষ্টি শেষের পর থেকেই আস্তে আস্তে কমবে শীতের আমেজ। সরস্বতী পুজোর সকালেও বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু দুপুর থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবারও সকালে ছিল কুয়াশা। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রী সেলসিয়াস। আপেক্ষিক আদ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ।