বাংলার খবর
জীব জ্ঞানে শিব সেবা, দুঃস্থ মানুষদের মুখে খাবার তুলে দিতে ১২ লাখ রুটি ও সবজি বিতরণ করলেন বিধায়ক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কথায় বলে ‘জীব সেবায় শিব সেবা’। আর সেই কথাকেই মূলমন্ত্র করে কেউ যাতে অভুক্ত না থাকে তার শপথ নিয়েছেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। অসহায়-গরিব অভুক্ত মানুষ যারা দু’বেলা পেটপুরে খেতে পান না তাঁদের মুখে খাবার তুলে দিতে ‘ অন্নপূর্ণা ভান্ডারার আয়োজন করেছিলেন তিনি।
এই ‘অন্নপূর্ণা ভান্ডারার’ উদ্দেশ্য হল, উত্তর দিনাজপুর শহরের রায়গঞ্জ বিধানসভা এলাকার প্রতিটি গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গরীব দুস্থ মানুষরা যাতে দুবেলা পেট ভরে ভাত খেতে পারেন তার ব্যবস্থা করা। বিধায়কের এই কর্মকান্ড বুধবার (১৩.০৪.২০২২) ৩০০ দিনে পড়ল। আর এই উপলক্ষ্যে তাঁর বিধানসভা এলাকার স্থানীয় অসহায় মানুষদের পাশে থাকতে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রায় সাড়ে ১২ লাখ রুটি ও সবজি বিতরণ করলেন তিনি। উদ্দেশ্কটাই, কেউ যেন অভুক্ত হয়ে না থাকেন।
জানা গিয়েছে, ‘অন্নপূর্ণা ভান্ডারের’ প্রতিষ্ঠার ৩০০ তম দিনে সাধারণ গরীব দুস্থ মানুষদের হাতে তিনি সাড়ে ১২ লাখ রুটি আর সবজি বিতরণ করেন। যা এক অনন্য মানবিক নজির গড়লেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ বিধানসভা এলাকার প্রতিটি গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গরীব দুস্থ মানুষদের দুপুরের খাবার হিসেবে বিনামূল্যে রুটি সবজি বিতরণ করে চলেছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
আরও পড়ুন: বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগে রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসতে চেয়ে চিঠি
আরও জানা গিয়েছে, TMC বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। করোনাকালে মুখ্যমন্ত্রীর ফান্ডে ২০ লাখ টাকা দান করা সহ ” ফুড ফর পুওর ” কর্মসূচি করে হাজার হাজার গরীব দুঃস্থ মানুষদের খাবারের ব্যবস্থা করেছেন।
এরইমধ্যে তিনি তাঁর স্বর্গীয় পিতা রায়গঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দীনদয়াল কল্যাণীর স্মৃতির উদ্দেশ্যে রায়গঞ্জ বিধানসভা এলাকার গরীব দুঃস্থ মানুষদের বিনামূল্যে দুপুরের খাবার হিসেবে রুটি সবজি বিতরণ কর্মসূচি ” অন্নপূর্না ভান্ডারের ” সূচনা করেছিলেন। বুধবার এই অন্নপূর্না ভান্ডারের ৩০০ তম দিনে রায়গঞ্জ শহরের মিলনপাড়ায় পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে রুটি সবজির পাশাপাশি মিষ্টিমুখ হিসেবে সুজির পায়েস বিতরণ করেন বিধায়ক।