'যুদ্ধ নয় শান্তি চাই', গানে-গানে পড়ুয়াদের দ্রুত দেশে ফেরানোর আর্জি বাউল সাধকের
Connect with us

বাংলার খবর

‘যুদ্ধ নয় শান্তি চাই’, গানে-গানে পড়ুয়াদের দ্রুত দেশে ফেরানোর আর্জি বাউল সাধকের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যুদ্ধ বেঁধেছে ভারত (India) থেকে কয়েক হাজার মাইল দূরে অবস্থিত রাশিয়া-ইউক্রেনের (Russia-Ukraine) মধ্যে। ইউক্রেনে রুশ আগ্রাসন এগারো দিনে পড়েছে। তবুও যুদ্ধ থামার নাম নেই। আর এই দুই দেশের যুদ্ধে মহাবিপাকে পড়েছেন সেদেশে থাকা হাজার-হাজার ভারতীয়রা।

কেন্দ্রীয় সরকারের ‘অপারেশন গঙ্গা প্রজেক্টের’ মাধ্যমে ইতিমধ্যে দেশে ফিরেছেন বহু ভারতীয়। বাকিদেরও দ্রুত দেশে ফেরানোর চেষ্টা চলছে সরকার এবং বারতীয় দূতাবাসের তরফে। আর এমন কঠিন পরিস্থিতিতে ” যুদ্ধ নয়, শান্তি চাই, আমাদের ছেলেমেয়েকে ফেরত চাই”। এই বার্তা নিয়ে গান গেয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন রায়গঞ্জের খ্যাতনামা বাউলশিল্পী তরনীসেন মহন্ত।

তাঁর কথায়, ”ইউক্রেন -রাশিয়ার যুদ্ধে বহু ইউক্রেনবাসীর প্রাণ হারানোর সঙ্গে-সঙ্গে সেদেশে আটকে পড়া বহু ভারতীয় ছাত্রছাত্রীরা চরম বিপদের মধ্যে পড়েছেন।” তাই প্রতিটি ভারতীয় পড়ুয়াকে নিরাপদে নিজেদের মাতৃভূমিতে ফিরিয়ে আনার দাবি নিয়েই এবার বাউল গান বেঁধেছেন রায়গঞ্জের সুভাষগঞ্জের লালন পাড়ার বাউলশিল্পী তরনীসেন মহন্ত।

Advertisement

আরও পড়ুন: কোভিড বিধি মেনেই সোমবার থেকে শুরু মাধ্যমিক, পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা!

“হল আগ্রাসী রাশিয়া, হল চিন্তাক্লিষ্ট বিশ্ববাসী, তবে আমরা যুদ্ধ চাইনা, শান্তি চাই।” প্রখ্যাত বাউলশিল্পী তরনীসেন মহন্তের নিজের লেখা এই গান আজ শিল্পী নিজেই গেয়ে চলেছেন। রায়গঞ্জের সুভাষগঞ্জের গ্রাম থেকে গ্রামান্তরে। হাতে একতারা আর কন্ঠে তাঁর গান যুদ্ধ নয় শান্তি চাই। রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে। ঘন ঘন মিসাইলের হানায় বিপর্যস্ত ইউক্রেনের বাসিন্দারা। ভারতের বিভিন্ন রাজ্য থেকে এমনকি এই বাংলা থেকেও অনেক পড়ুয়ারাও ডাক্তারি পড়তে গিয়েছে সেখানে। আর এই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে সমূহ বিপদে পড়েছে এই হাজার হাজার ভারতীয় পড়ুয়ারা।

আরও পড়ুন: অসহায় অবলারা, ইউক্রেনের চিড়িয়াখানা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বন্যপ্রাণীদের

Advertisement

কখনও বাঙ্কারের নীচে আশ্রয়, কখনও বা পালিয়ে বাঁচা। আবার কেউ তাঁর জীবন বাঁচাতেও পারেনি রাশিয়ার হানায়। বহু কষ্ট করে নিজেদের জীবন বাঁচাতে বার বার দেশের সরকারের কাছে ভিডিও বার্তা দিচ্ছেন তাঁরা। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে উত্তর দিনাজপুর জেলারও বেশকিছু ছাত্রছাত্রী মেডিকেল পড়তে গিয়ে আটকে পড়েছে সুদূর ইউক্রেনে। আটকে পড়া ওই সমস্ত পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তিনি। এছাড়াও ‘যুদ্ধ নয় শান্তি চাই।’ এই বার্তা দিতেই লোকসংগীত রচনা করে তা গেয়ে চলেছেন বহু সন্মানে ভূষিত প্রখ্যাত বাউলশিল্পী রায়গঞ্জের সুভাষগঞ্জের লালন পাড়ার বাসিন্দা তরনীসেন মহন্ত।