বাংলার খবর
করোনা আক্রান্তদের হাতে ফলের ঝুড়ি তুলে দিয়ে দ্রুত আরোগ্য কামনা করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কোভিদ আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করে তাদের বাড়িতে ফল ও মিষ্টি সহ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাঁর এই মহান উদ্যোগ থেকেই অনুপ্রাণিত হয়ে রায়গঞ্জ পুরসভা এলাকার কোভিড আক্রান্তদের বাড়িতে গিয়ে ফলের ঝুড়ি পৌঁছে দিয়ে তাঁদের দ্রুত আরোগ্য কামনা করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
স্বামী বিবেকানন্দের ১৬০তম পূণ্য জন্মতিথীর দিন বুধবার বিধায়ক কৃষ্ণ কল্যাণী দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পৌঁছে যান কোভিড আক্রান্তদের বাড়ির দরজায়। কোভিড আক্রান্তদের বাড়িতে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁদের হাতে তুলে দেন ফলের ঝুড়ি। বিধায়কের এই মানবিক উদ্যোগে খুশী রায়গঞ্জের সাধারন মানুষ থেকে শুরু করে কোভিড আক্রান্তদের পরিবার।বুধবার স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মতিথি উপলক্ষ্যে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী দলীয় কার্যালয়ে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পন করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় কোভিড আক্রান্তদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে তাঁদের বাড়িতে নিজে হাতে ফলের ঝুড়ি পৌঁছে দিলেন।
বিধায়ক কৃষ্ণ কল্যানী বলেছেন, ‘গত ১ জানুয়ারি থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষ্যে নানান সামাজিক কার্যকলাপ যেমন শীতবস্ত্র বিতরণ, রক্তদান শিবির পালন করছি আমরা। আজ রায়গঞ্জ পুরসভা এলাকার ১২০ জন কোভিড আক্রান্ত রোগীর বাড়িতে পৌঁছে তাঁদের হাতে ফলের ঝুড়ি তুলে দেওয়া হল।’ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর এই মহত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে রায়গঞ্জবাসী।